www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

অন্বেষা সাহিত্য সংসদ কানাডা

অন্বেষা সাহিত্য সংসদ কানাডা এর দ্বিতীয় সাহিত্য আসর গত তেসরা অগাস্ট ২০১৫,সোমবার বিকাল ৭.৩০ ঘটিকার সময় টরন্টোস্থ ডেন্টনিয়া পার্কে অনুষ্ঠিত হয় I বাংলাদেশের ঢাকাস্থ কানাডিয়ান এম্বেসীর সাবেক পলিটিকাল উপদেষ্ঠা ও জাতীসংঘের সাবেক ফেলো, ইউনেস্কোর সাবেক সংস্কৃতিক উপদেষ্ঠা শামসুল মুক্তাদির এর সভাপতিত্বে এবং অন্বেষা সাহিত্য সংসদ এর প্রতিষ্ঠাতা-কবি ও কলাম লিখক সুহেল ইবনে ইসহাক এর পরিচালনায় অন্যান্যদের ম্যধ্যে কবিতা, ছড়া ও প্রবন্ধ পাঠ করেন সাংবাদিক ও লেখক ফুজেল আহমেদ, কবি সুহেল ইবনে ইসহাক, কবি নাসিম চৌধুরী প্রমুখ I সভাপতির বক্তব্যে বাংলাদেশের ঢাকাস্থ কানাডিয়ান এম্বেসীর সাবেক পলিটিকাল উপদেষ্ঠা ও জাতীসংঘের সাবেক ফেলো ইউনেস্কোর সাবেক সংস্কৃতিক উপদেষ্ঠা শামসুল মুক্তাদির বলেন যে, বাংলাদেশী সাহিত্য ও সংস্কৃতি বিকাশ কল্পে উত্তর আমেরিকার কানাডাতে “অন্বেষা সাহিত্য সংসদ কানাডা” ভূমিকা রাখতে সক্ষম হবে , তিনি অন্বেষা সাহিত্য সংসদ কানাডার উত্তরোত্তর সফলতা কামনা করেন এবং পঠিত লেখাগুলো নিয়ে আলোচনা করেন I পরিশেষে আপ্প্যাযনের মাধমে আসরের সমাপ্তি ঘোষণা করা হয় I
বিষয়শ্রেণী: সংবাদ
ব্লগটি ৭৮৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৯/০৮/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast