মন খারাপের কবিতা
মন খারাপের কবিতা
শূদ্রক উপাধ্যায়
রোদেলা দুপুরের
ভাত ঘুম থেকে উঠে
চোখ জুড়ে শুধুই ক্লন্তি।
স্বপ্নে সে এসেছিল
আবার মিলিয়ে গেল।
মায়ের চোখ টা আজ
আবার ফুলেছে
স্বপ্নে সে আসে
মা দেখতে পায় না।
সন্ধেবেলা চায়ের দোকান,
শ্যামের জন্য প্রতীক্ষা;
মানি খট্ খট্ শব্দ তুলে
চায়ে চিনি মেশায় ,
লিকার চায়ে চুমুক দিই
কয়েক চুমুকেই শেষ
রঙ্গিন চায়ের জীবন
শূন্যতা য় রুপ নেয়।
এখন বাড়ি ফিরি দেরি করে,
চাকরী টাও নেই;
মায়ের চোখ ফুলে থাকে
বাবার পেনশন বন্ধ।
আমি মন খারাপের
কবিতা লিখি ,
অনেকে কবি বলে , বাহবা দেয়,
কেউ চাকরি দিতে
চায়না কোন কবিকে ,
মায়ের চোখ ফুলে থাকে।
শূদ্রক উপাধ্যায়
রোদেলা দুপুরের
ভাত ঘুম থেকে উঠে
চোখ জুড়ে শুধুই ক্লন্তি।
স্বপ্নে সে এসেছিল
আবার মিলিয়ে গেল।
মায়ের চোখ টা আজ
আবার ফুলেছে
স্বপ্নে সে আসে
মা দেখতে পায় না।
সন্ধেবেলা চায়ের দোকান,
শ্যামের জন্য প্রতীক্ষা;
মানি খট্ খট্ শব্দ তুলে
চায়ে চিনি মেশায় ,
লিকার চায়ে চুমুক দিই
কয়েক চুমুকেই শেষ
রঙ্গিন চায়ের জীবন
শূন্যতা য় রুপ নেয়।
এখন বাড়ি ফিরি দেরি করে,
চাকরী টাও নেই;
মায়ের চোখ ফুলে থাকে
বাবার পেনশন বন্ধ।
আমি মন খারাপের
কবিতা লিখি ,
অনেকে কবি বলে , বাহবা দেয়,
কেউ চাকরি দিতে
চায়না কোন কবিকে ,
মায়ের চোখ ফুলে থাকে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আহমাদ সাজিদ ২১/০৯/২০১৩ভাল ।। খুব ভাল।
-
Înšigniã Āvî ২১/০৯/২০১৩মন কেড়ে নিলো
-
আতিক রহমান ২১/০৯/২০১৩কবিতার ছন্দ বুঝে না কবিদের অসুখ......... " বেশ আবেগি লেখা। ভালো লাগলো।
-
শুদ্রক উপাধ্যায় ২১/০৯/২০১৩কেমন লাগলো আমার কবিত টি?