ভাবনা গুলি
ভাবনা গুলি
শুদ্রক উপাধ্যায়
বরুনার , তুমি এখন আর আসনা কেন?
মুক্ত কন্ঠে আবৃত্তি করতে গান গাইতে কবিতা লিখতে।
শঙ্খ,শুভরা এখন আর চা-য়ের দোকানে আড্ডা দেয় না, চাকরি করে
কোলকাতার ফ্লাট এ থাকে।
সন্জয় দা, মনি দা দের সাথে কথা হয় কবিতা ,গান লেখে পত্রিকায় ছাপে,
মনি দা নজরুল একাডেমী পুরস্কার পেয়েছে ।
মৌসুমি, মনিষা দের বিয়ে হয়ে গেছে
স্বামীর আদরের জন্য প্রতীক্ষা করে ..
বান্ধবী দের সিঁদুর মুছে যায় প্রতি রাতে
কল্যান ফোন ধরতে চায় না আমার
পাশের বাড়ির মেয়েটির ফোন নাম্বার জানি না...
রাজাপুর স্কুল তো অনেক আগে ছেড়েছি।
ভাবছি পৃথিবীর সব সুখ আবু পাগল কে কিনে দেব ...
মন্দাকিনির সাথে বিয়ে দেব লালনের দেশে
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ২৪/০৯/২০১৩জীবনের উপখ্যানের সুন্দর উপস্থাপন।
-
Înšigniã Āvî ২৪/০৯/২০১৩খুব সাবলীল কবিতা....
-
আর. এইচ. মামুন ২৩/০৯/২০১৩অনেক কিছু মনে করিয়ে দেয়া এক কবিতা। ঠিক যেন
কফি হাউজ