দ্বিধাহীন
দ্বিধাহীন
শুদ্রক উপাধ্যায়
কষ্ঠেরা বোকা বনে যায়
সুখ যখন মিট মিট হাসে;
সারল্য যৌবনে ও থাকে,
দ্বিধাহীন ভালোবাসা ।
তৃণ লতার স্নেহময় ভালোবাসা
পরিলক্ষ্যনীয়; বেড়ে উঠা গাছে,
স্বর্ন কেশী লতা অবৃত করে দেহ
যেন শীতের চাদর মুড়ে থাকে ।
মৃত্য মাঝে মাঝে কাছে ডাকে
ভালোবাসতে চায় শরীর,
বার বার স্বর্ন কেশী তৃণ
বেঁধে রাখে শরীর ও মন।
শুদ্রক উপাধ্যায়
কষ্ঠেরা বোকা বনে যায়
সুখ যখন মিট মিট হাসে;
সারল্য যৌবনে ও থাকে,
দ্বিধাহীন ভালোবাসা ।
তৃণ লতার স্নেহময় ভালোবাসা
পরিলক্ষ্যনীয়; বেড়ে উঠা গাছে,
স্বর্ন কেশী লতা অবৃত করে দেহ
যেন শীতের চাদর মুড়ে থাকে ।
মৃত্য মাঝে মাঝে কাছে ডাকে
ভালোবাসতে চায় শরীর,
বার বার স্বর্ন কেশী তৃণ
বেঁধে রাখে শরীর ও মন।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শুদ্রক উপাধ্যায় ২৩/০৯/২০১৩সব্বাই কে অসংখ্য ধন্যবাদ।
-
Înšigniã Āvî ২২/০৯/২০১৩খুব গভীর অর্থবহ লেখা
-
Înšigniã Āvî ২২/০৯/২০১৩দারুন
-
শুদ্রক উপাধ্যায় ২২/০৯/২০১৩বানান ভুলের জন্য দুঃক্ষিত। সব্বাই কে ধন্যবাদ।
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ২২/০৯/২০১৩ভালো।
-
সহিদুল হক ২২/০৯/২০১৩কবিতা মন্দ নয়,কিন্তু বানানগুলো সম্পাদনা করে নেওয়া দরকার।
-
রোদের ছায়া ২২/০৯/২০১৩ভালো কবিতা। পড়ে বেশ ভালো লাগলো। শেষ প্যারার প্রথম শব্দটি কি মৃত্যু হবে?