www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আগে যোগ্যতা নাও

এখনও যোগ্যতা আনা যায়নি ভালোবাসায় ,
ভোরে নূতন ফুলের মত ওর মুখ দেখি পাতায় পাতায় ;
কথা বলা অপরাধ এখানে , নীরবে দেখে যাও যত কাপুরুষতা ,
পাখীর ঠোঁটের বর্ণহীনতায়।
চোখ তুলে বসার কারনে আমরা আজ অন্ধ ,
এখানে কেনা যায় দামি বাসর ঘর ;
একবার নাও কাগজের থলি , দেখবে তোমার সামাজিক পরিবর্তন ।

আমার দিন কাটে যত অসীমিত আবর্জনায় ,
কারা বলেছিলো আমরাই সব !
আমি লিখে রেখেছি তার আরও এক ইতিহাস ।
সময় এখন অবহেলা , অপমানের ,
ভালোবাসা যেখানে যোগ্যতার লড়াই -
আজ সেখানেই আমাদের অস্তিত্ব সংকট ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১২৬৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩১/০৮/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast