আগে যোগ্যতা নাও
এখনও যোগ্যতা আনা যায়নি ভালোবাসায় ,
ভোরে নূতন ফুলের মত ওর মুখ দেখি পাতায় পাতায় ;
কথা বলা অপরাধ এখানে , নীরবে দেখে যাও যত কাপুরুষতা ,
পাখীর ঠোঁটের বর্ণহীনতায়।
চোখ তুলে বসার কারনে আমরা আজ অন্ধ ,
এখানে কেনা যায় দামি বাসর ঘর ;
একবার নাও কাগজের থলি , দেখবে তোমার সামাজিক পরিবর্তন ।
আমার দিন কাটে যত অসীমিত আবর্জনায় ,
কারা বলেছিলো আমরাই সব !
আমি লিখে রেখেছি তার আরও এক ইতিহাস ।
সময় এখন অবহেলা , অপমানের ,
ভালোবাসা যেখানে যোগ্যতার লড়াই -
আজ সেখানেই আমাদের অস্তিত্ব সংকট ।
ভোরে নূতন ফুলের মত ওর মুখ দেখি পাতায় পাতায় ;
কথা বলা অপরাধ এখানে , নীরবে দেখে যাও যত কাপুরুষতা ,
পাখীর ঠোঁটের বর্ণহীনতায়।
চোখ তুলে বসার কারনে আমরা আজ অন্ধ ,
এখানে কেনা যায় দামি বাসর ঘর ;
একবার নাও কাগজের থলি , দেখবে তোমার সামাজিক পরিবর্তন ।
আমার দিন কাটে যত অসীমিত আবর্জনায় ,
কারা বলেছিলো আমরাই সব !
আমি লিখে রেখেছি তার আরও এক ইতিহাস ।
সময় এখন অবহেলা , অপমানের ,
ভালোবাসা যেখানে যোগ্যতার লড়াই -
আজ সেখানেই আমাদের অস্তিত্ব সংকট ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
একনিষ্ঠ অনুগত ০৩/০৯/২০১৪অনেক ভালো লাগলো।
-
স্বপন রোজারিও(১) ৩১/০৮/২০১৪ভালোবাসায় যোগ্যতা দরকার
-
মঞ্জুর হোসেন মৃদুল ৩১/০৮/২০১৪বাহ বেশ লাগল।
-
আলোকিত অন্ধকার ৩১/০৮/২০১৪চমৎকার লিখেছেন সুব্রতদা...।।