www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ওগো সন্ধ্যা

ঐ পুষ্প বিলাসী চোখে আমার নিঃশ্বাস হামাগুড়ি দেয় ,
যে আঁতুড়ঘরে একান্তই আমার তুমি ;
একটানা পূরবী হওয়ায় তোমার সুভাস -
যত মাতাল সমুদ্র শুকায়, হৃদয়ের বাঁকে ;
এখানে রঙিন সব প্রজাপতি তোমার চিহ্ন আঁকে
দিনরাত ; সকল মিলন অপেক্ষায় গুমড়ে মরে ,
যেন এ করুণ সভ্যতার ধ্বংসের প্রস্তুতি ।

তুমি জানো সকল ব্যাথা ,
কিছু অভিঘাত আর কিছু অনাহারী সন্ধ্যা ;
কতকাল ও-মুখ দেখিনি নীরবে আড়ালে ,
আত্নারা আপন আজও -
যেখানে ঐ পদধ্বনি গোপনে বাজে ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১১৪০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৫/০৮/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast