দোষী
তোমার শব্দ চোখ আমার চেনাছিলো
একদিন, কিন্তু আজ সব অভিমান হয়ে
দাঁড়িয়ে শুধুই তোমার কথা বলে ।
সময় গড়িয়েছে রাশি রাশি ,
কিছু সাংসারিক আর কিছু অহৈতুকী প্রেমের
রৈখিক বিসর্জনে ।
এ সংলাপ ঠিক তোমার চেনা নয় ,
যা কিছু প্রেমওময় আগ্নেয়গিরি;
আমি আজও তোমায় রাখি
যত সোনালি পত্র সজ্জায় ;
আমি এক নিঃসঙ্গ পথিক তোমার
সেই রঙিন চোখের মতো ;
তবু এ ভুল আমার , একান্তই আমার -
নিজেকে এড়িয়ে যাবার কৌশলী বাহানা ।
একদিন, কিন্তু আজ সব অভিমান হয়ে
দাঁড়িয়ে শুধুই তোমার কথা বলে ।
সময় গড়িয়েছে রাশি রাশি ,
কিছু সাংসারিক আর কিছু অহৈতুকী প্রেমের
রৈখিক বিসর্জনে ।
এ সংলাপ ঠিক তোমার চেনা নয় ,
যা কিছু প্রেমওময় আগ্নেয়গিরি;
আমি আজও তোমায় রাখি
যত সোনালি পত্র সজ্জায় ;
আমি এক নিঃসঙ্গ পথিক তোমার
সেই রঙিন চোখের মতো ;
তবু এ ভুল আমার , একান্তই আমার -
নিজেকে এড়িয়ে যাবার কৌশলী বাহানা ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মঞ্জুর হোসেন মৃদুল ২২/০৮/২০১৪ভাল লাগল।
-
সুদীপ্ত ভট্টাচায্য ২২/০৮/২০১৪BESH BHALO HOYECHE