www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

যাত্রা

আমি নিষ্প্রদীপ শূন্যতায় থাকি ,
তোমার মতো কষ্টে ;
রঙিন সব শব্দ সম্ভার আরও কঠিন ,
যেখানে তোমার পদধূলি জ্বলে ছারখার হয় ;
কোন অভিমান লেগে আছে ঐ -
মেঘের ফাঁকে নীরবে বক্ষতলে ।

আমি চাঁদ ভেঙ্গে হাটি , যা কিছু অপমানজনক
যেমনি তাকাও হৃদয়ের প্রান্তরে ,
ঝড়ের দাপটে আমার আরেক অস্তিত্ব সঙ্কট ।

[সুব্রত ঘোষ ঃ- রচনা : ১৬/০৮/২০১৪ ]
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৪৩৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৮/০৮/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সুশান্ত মান্না ২০/০৮/২০১৪
    প্রিয় কবিবন্ধু ব্লগ ভালো লেগেছে আমাকে
  • পিয়ালী দত্ত ১৮/০৮/২০১৪
    খুব ভাল লাগল...
  • স্বাগতম কবি, আশা করি সব সময় কাছে থাকেবন। লিখে যান প্রতিনিয়ত,
    সময় পেলে সতত।
  • শিমুল শুভ্র ১৮/০৮/২০১৪
    তারণ্যে অভিনন্দন প্রিয় কবিবন্ধুবর
    এখন থেকে আপনাকে যে কাজ গুলো করতে হবে-
    ১।আসরে নিয়মিত থাকতে হবে ।
    ২। নিয়মিত গঠন মুলক চিন্তা ধারায় কবিতা তৈরি করে পোষ্ট করতে হবে ।
    ৩।একটা কবিতা পোষ্ট করে ৫০ টি কবিতা পড়ার অভ্যেস গড়ে তুলতে হবে ।
    ৪। সবার পাতায় হাঁটতে হবে ।
    ৫।কবিতা পাঠ করার পর ঐ কবিতার সারাংশ তুলে এনে ভালো মন্দের বিচার করে মন্তব্য করতে হবে।
    ৬।মন্তব্য করার সময় খেয়াল রাখতে হবে ঐ লেখক যেন মনে কষ্ট না পায় ।সেই দিকে খেয়াল রাখতে হবে ।
    ৭।এডমিন এবং আসরের নিয়ম কানুন মেনে চলতে হবে ।
    দেখবে এক বছর নিয়মিত থাকলে আপনি যোগ বিয়োগ মিলিয়ে দেখিবেন কত টা একটিভ হয়ে গেছেন আপনি ।

    অনেক ভালোবাসা জানবেন । থাকুন কবিতায়নে ।
 
Quantcast