শোভা ও রাতের আকাশ
চাক ভেঙে নামিয়ে এনেছি স্বপ্ন।
ছবির মতো মনেতে পেতেছি দিগন্ত।
এই পথ ‘আরো-কতদূর’ জানবার জন্যই
শব্দের মধ্যে আঁকতে চেয়েছি স্পর্শ।
আর ভালোবাসাকে কাছে পেতে
ছুঁতে চেয়েছি, শোভার দু’হাত।
শোভা তখন
প্রথমবর্ষ।
শোভা তখন সুউচ্চ ;
তবুও
নদীর পাড় জুড়ে পড়ে থাকা
জ্যোৎস্নারই মতো।
সেই অজুহাতেই একদা বাড়িয়েছি হাত।
শোভা নিজেই বলেছে ‘আমাদের ভালোবাসা
হাজার বছরের ইতিহাস পাক’।
এখন শর্স্যের বর্ষ।
এখন শোভা কখনো হাতে চাবুক
আর কখনো-বা চাবুকের মধ্যে নিজেকে রেখে ঘোরা-ফেরা করে।
তারপর শুকনো পাতার উপর দিয়ে
খাকি নীল আলোর মধ্যে গিয়ে প্রবেশ করে।
আমি সে পথের দিকে তাকিয়ে থাকি।
সঙ্গ দেয় শুধু নৈঃশব্দ
কাছাকাছি আর নেই কেউ।
ছবির মতো মনেতে পেতেছি দিগন্ত।
এই পথ ‘আরো-কতদূর’ জানবার জন্যই
শব্দের মধ্যে আঁকতে চেয়েছি স্পর্শ।
আর ভালোবাসাকে কাছে পেতে
ছুঁতে চেয়েছি, শোভার দু’হাত।
শোভা তখন
প্রথমবর্ষ।
শোভা তখন সুউচ্চ ;
তবুও
নদীর পাড় জুড়ে পড়ে থাকা
জ্যোৎস্নারই মতো।
সেই অজুহাতেই একদা বাড়িয়েছি হাত।
শোভা নিজেই বলেছে ‘আমাদের ভালোবাসা
হাজার বছরের ইতিহাস পাক’।
এখন শর্স্যের বর্ষ।
এখন শোভা কখনো হাতে চাবুক
আর কখনো-বা চাবুকের মধ্যে নিজেকে রেখে ঘোরা-ফেরা করে।
তারপর শুকনো পাতার উপর দিয়ে
খাকি নীল আলোর মধ্যে গিয়ে প্রবেশ করে।
আমি সে পথের দিকে তাকিয়ে থাকি।
সঙ্গ দেয় শুধু নৈঃশব্দ
কাছাকাছি আর নেই কেউ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃওবায় দুল হক ০৯/০৩/২০১৪খুব ভালো লাগল দাদা