ভালোবাসার মূলমন্ত্র
অনবরত তোমার কথা ভাবছি।
বিদেশী আঁঠার মতো আমার দু’চোখ লটকে আছে
রেশমি লোমে ঢাকা, তোমার ঐ সুদৃশ্য-সুন্দর দুই বুকে।
রাইফেল উদ্যত গুলির মতো সে ভেদ করে চলেছে
তোমার প্রতিটা বাঁক, ভাঁজ আর রেখা।
তোমার একগুচ্ছ লাবন্যকে সে হাতে নিয়েছে আগেই।
এখন তোমার এলোচুলে, নাভীর সুদূর বটমূলে
ঝুল খেতে খেতে
অসংখ্য অজস্র আনন্দের সাথে গড়ে চলেছে অনহীন সখ্যতা।
তুমি সেসব কিছুই জানো না মেয়ে...
রক্তপাত ছাড়াই—
জীবনকে সব রকমের সুযোগ-সুবিধা এনে দিতে
এভাবেই সে প্রতিদিন গেয়ে চলেছে
‘ইনকিলাব-জিন্দাবাদ’।
বিদেশী আঁঠার মতো আমার দু’চোখ লটকে আছে
রেশমি লোমে ঢাকা, তোমার ঐ সুদৃশ্য-সুন্দর দুই বুকে।
রাইফেল উদ্যত গুলির মতো সে ভেদ করে চলেছে
তোমার প্রতিটা বাঁক, ভাঁজ আর রেখা।
তোমার একগুচ্ছ লাবন্যকে সে হাতে নিয়েছে আগেই।
এখন তোমার এলোচুলে, নাভীর সুদূর বটমূলে
ঝুল খেতে খেতে
অসংখ্য অজস্র আনন্দের সাথে গড়ে চলেছে অনহীন সখ্যতা।
তুমি সেসব কিছুই জানো না মেয়ে...
রক্তপাত ছাড়াই—
জীবনকে সব রকমের সুযোগ-সুবিধা এনে দিতে
এভাবেই সে প্রতিদিন গেয়ে চলেছে
‘ইনকিলাব-জিন্দাবাদ’।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।