আজও আমার জানা হল না
রূপা, আজও আমাদের সময় থেমে আছে।
তোমার ভুল ভাঙাবার জন্য এইমাত্র আবার আমি
কত ভুল করলাম।
বুকে পুষে রাখলাম ব্যাকুলতা, ওষ্ঠে আনলাম অতৃপ্তি
তবু তুমি আমার আলিঙ্গন ছেড়ে
দূরের রুক্ষ বালিয়াড়িকেই কেন বেছে নাও ?
জানো না ?
ওদিকে আর কোনো পথ নেই।
ও অঞ্চল দারুণ জনশূন্য, ভীষণ অচেনা।
ভয় করে না তোমার ?
ওখানে থাকলে তোমার বড় কষ্ট হবে।
ফিরে এসো আমার কাছে রূপা।
ভ্রমণ যদি করতেই হয়
তাহলে কর আমার এ নরম হৃদয়ে।
মিসেস সামন্ত হয়ে
তুমি আর একটিবার লক্ষ্মীমেয়ে হয়ে যাও।
‘ঠিক যেমনটি আমার রূপা’।
তোমার ভুল ভাঙাবার জন্য এইমাত্র আবার আমি
কত ভুল করলাম।
বুকে পুষে রাখলাম ব্যাকুলতা, ওষ্ঠে আনলাম অতৃপ্তি
তবু তুমি আমার আলিঙ্গন ছেড়ে
দূরের রুক্ষ বালিয়াড়িকেই কেন বেছে নাও ?
জানো না ?
ওদিকে আর কোনো পথ নেই।
ও অঞ্চল দারুণ জনশূন্য, ভীষণ অচেনা।
ভয় করে না তোমার ?
ওখানে থাকলে তোমার বড় কষ্ট হবে।
ফিরে এসো আমার কাছে রূপা।
ভ্রমণ যদি করতেই হয়
তাহলে কর আমার এ নরম হৃদয়ে।
মিসেস সামন্ত হয়ে
তুমি আর একটিবার লক্ষ্মীমেয়ে হয়ে যাও।
‘ঠিক যেমনটি আমার রূপা’।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
אולי כולנו טועים ০১/০১/২০১৪
-
এফ সাকি ৩১/১২/২০১৩আমিও অনুরোধ করছি ফিরে আসুন আপনার প্রিয় মানুষটির কাছে।আর দূরে থাকবেন না।
শুভেচ্ছা