www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তোমার জন্য আরো একটা পাপের খবর আছে

আর কতদিন ?

যে নাবালিকা
চকলেটের প্রলোভন ছাড়া আর কিছু জানে না।
শৈশবের চৌরঙ্গী ছেড়ে যে এখনো
একটা পা-ও ফেলে নি।
ভয় আর জড়তার কুসুম যার উপর ভর করে
সেসব দিন মালা করে গাঁথে নি।
যে এখনো ফ্রক পড়ে।
তাকে নিয়ে তোমার মনে কামনা-বাসনার এত আগুন
কীভাবে জ্বলে ?
তার রক্ত দেখেও তোমার অঙ্গ বিকৃত হয়ে যায় না ?
মানুষ বলেই কি পৃথিবীতে এত পাপ রেখে যাবে ?

এরপর সবাই তোমাকে ক্ষমা করে দিলেও
তুমি নিজে নিজেকে কীভাবে ক্ষমা করবে শুনি ?
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৪১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৫/০৯/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • বিশ্বজিৎ বণিক ১৫/০৯/২০১৩
    খুব ভালো।
 
Quantcast