বিবেক ও শর্মীদের কথা
বিবেকদা,
তুমি সব শুনেছো তো ?
আগামী ২০-শে ফাল্গুন আমার বিয়ে ঠিক হয়েছে।
আমিও মত দিয়েছি।
আর এদিকে খবরটা শোনার পর থেকেই
আমার বান্ধবীরা
আমাকে যা নয় ; তাই বলছে।
বলছে কিনা, আমি তোমাকে ঠকিয়েছি।
তুমি বল—
আমি তোমাকে ঠকাতে পারি ?
তোমার বাড়িতে আমার বিয়ের নিমন্ত্রণ যাবে না
এটাই খুব স্বাভাবিক।
আমিও তোমাকে নিমন্ত্রণ করবনা ;
ভয় আছে :
তুমি আমার সামনে থাকলে—
আমি যদি আবার উল্টো কিছু করে বসি !
আর শোনো—
এরপর থেকে ওসব ছাইপাঁশ অতবেশি খেয়ো না।
শরীরের দিকে একটু নজর রেখো।
জীবনটাকে একটু বদলানোর চেষ্টা কর।
মানুষের মতো বাঁচো।
তাতে তুমি সার্থক হলে
তোমাদের শর্মিদের আর কেউ নিয়ে যেতে পারবেনা।
তাই এখন থেকে তৈরি করতে শুরু করে দাও নিজেকে।
আর বিয়ে যেন করনা , বুড়ো বয়েসে গিয়ে।
আমার কথা ভেবো না।
আমি নিজেকে ঠকিয়ে বাকি সবাইকে ঠিকই সুখি করতে পারব।
শুধু আমার স্বামীটিকেই একটু বেশি করে কষ্ট পোয়াতে হবে।
আমাকে ভালোবাসার আগে—
আমার সাওয়ার একখানা গিঁড়ো, একখানা ফাঁসি
আর ব্রাউজের তিনখানা হুক...
শুধু তাকে নিজেকেই খুলে নিতে হবে।
আমি কোনোদিনই খুলে দেবো না নিজের হাতে।
তুমি সব শুনেছো তো ?
আগামী ২০-শে ফাল্গুন আমার বিয়ে ঠিক হয়েছে।
আমিও মত দিয়েছি।
আর এদিকে খবরটা শোনার পর থেকেই
আমার বান্ধবীরা
আমাকে যা নয় ; তাই বলছে।
বলছে কিনা, আমি তোমাকে ঠকিয়েছি।
তুমি বল—
আমি তোমাকে ঠকাতে পারি ?
তোমার বাড়িতে আমার বিয়ের নিমন্ত্রণ যাবে না
এটাই খুব স্বাভাবিক।
আমিও তোমাকে নিমন্ত্রণ করবনা ;
ভয় আছে :
তুমি আমার সামনে থাকলে—
আমি যদি আবার উল্টো কিছু করে বসি !
আর শোনো—
এরপর থেকে ওসব ছাইপাঁশ অতবেশি খেয়ো না।
শরীরের দিকে একটু নজর রেখো।
জীবনটাকে একটু বদলানোর চেষ্টা কর।
মানুষের মতো বাঁচো।
তাতে তুমি সার্থক হলে
তোমাদের শর্মিদের আর কেউ নিয়ে যেতে পারবেনা।
তাই এখন থেকে তৈরি করতে শুরু করে দাও নিজেকে।
আর বিয়ে যেন করনা , বুড়ো বয়েসে গিয়ে।
আমার কথা ভেবো না।
আমি নিজেকে ঠকিয়ে বাকি সবাইকে ঠিকই সুখি করতে পারব।
শুধু আমার স্বামীটিকেই একটু বেশি করে কষ্ট পোয়াতে হবে।
আমাকে ভালোবাসার আগে—
আমার সাওয়ার একখানা গিঁড়ো, একখানা ফাঁসি
আর ব্রাউজের তিনখানা হুক...
শুধু তাকে নিজেকেই খুলে নিতে হবে।
আমি কোনোদিনই খুলে দেবো না নিজের হাতে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ইব্রাহীম রাসেল ০২/১০/২০১৩বুবাই তুমি ভালো লেখো এটা জানি, এটা অসাধারণ
-
বিশ্বজিৎ বণিক ০২/১০/২০১৩খুব ভালো লেগেছে ।
-
ডাঃ প্রবীর আচার্য নয়ন ০২/১০/২০১৩একদম বাস্তব চিত্র। ভালোবাসার মানুষকে হারাতে বাধ্য হলে মানুষ বড় অবাধ্য হয়ে যায়। বাকি জীবনটা শুধু যাপন করে উপভোগ করতে পারে না। চমৎকার কবিতা