নদী ও মাঝির গল্প আসলে একটি প্রেমকথা
নদীটি জীবন্ত
নদীটি কিছুটা আঁকাবাঁকা পথে হেঁটেঁ, গোলমেলে।
মাঝি আজ ভীষণ অশান্ত
মাঝি আজ চাবুক খায়, আড়ালে-আসবাবে বন্দী হয়ে।
নদীটি বিচিত্র
নদীটি দারুণ ঝলমলে।
মাঝি আজ চিরবাধ্য
মাঝি আজ চরম দিশেহারা, সব ভুলে।
নদীটি নতুন
নদীটি সুদূর।
মাঝিও আকাঙ্ক্ষাতে ভরপুর
মাঝিও ছল-ছুতোয় বহুদূর।
নদীটির বাঁকে বাঁকে ভাঁজ
নদীটির চারপাশ জুড়ে কত ঢেউ।
মাঝির হাতে আছে হাল।
মাঝির নাওয়ে বাঁধা আছে পাল।
নদীটির ডাক বড় মিষ্টি।
নদীটি দিতে জানে কত ডাকে হাতছানি।
মাঝি আজ পরিষ্কার শিকারী।
মাঝি আজ ভাষাহারা বিবাগী।
নদীটির সীমানা জুড়ে গোলাপের ঘ্রাণ
নদীটির শরীরে সর্বনাশী বান।
মাঝির আঙুলে মোহময় আগুন
মাঝির ছটপটানি বেড়ে, আরো-আরো কয়েকগুন।
নদীটি আজ সংশয় ও ভয়ে জড়োসড়ো
মাঝি আজ উৎসুক ও উদভ্রান্ত।
নদীটি কিছুটা আঁকাবাঁকা পথে হেঁটেঁ, গোলমেলে।
মাঝি আজ ভীষণ অশান্ত
মাঝি আজ চাবুক খায়, আড়ালে-আসবাবে বন্দী হয়ে।
নদীটি বিচিত্র
নদীটি দারুণ ঝলমলে।
মাঝি আজ চিরবাধ্য
মাঝি আজ চরম দিশেহারা, সব ভুলে।
নদীটি নতুন
নদীটি সুদূর।
মাঝিও আকাঙ্ক্ষাতে ভরপুর
মাঝিও ছল-ছুতোয় বহুদূর।
নদীটির বাঁকে বাঁকে ভাঁজ
নদীটির চারপাশ জুড়ে কত ঢেউ।
মাঝির হাতে আছে হাল।
মাঝির নাওয়ে বাঁধা আছে পাল।
নদীটির ডাক বড় মিষ্টি।
নদীটি দিতে জানে কত ডাকে হাতছানি।
মাঝি আজ পরিষ্কার শিকারী।
মাঝি আজ ভাষাহারা বিবাগী।
নদীটির সীমানা জুড়ে গোলাপের ঘ্রাণ
নদীটির শরীরে সর্বনাশী বান।
মাঝির আঙুলে মোহময় আগুন
মাঝির ছটপটানি বেড়ে, আরো-আরো কয়েকগুন।
নদীটি আজ সংশয় ও ভয়ে জড়োসড়ো
মাঝি আজ উৎসুক ও উদভ্রান্ত।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রাশেদ আহমেদ শাওন ২৪/০২/২০১৪এ নদীটি মনে হয় আমার স্বপ্নের সাথী।