রেপ
আমাদের এই সভ্য শহরের
এটা একটা বাতিল হয়ে যাওয়া অংশ।
রোজ অরুণিমাকে বাড়ি ফিরতে হয়, এই রাস্তাটা দিয়েই।
এইখান দিয়ে যাওয়ার সময় সে নিজে ভয়ে ভয়ে পা ফেলে
আর বাড়ির লোকজনকেও ভয়ে ভয়ে রাখে।
এইভাবেই অরুণিমা আজ বাড়ি ফিরছিল।
এমন সময়—
প্রতিদিনের তাকে বিরক্ত করা ছেলে চারটি
তার সামনে এসে দাঁড়াল।
রোজ অরুণিমা তাদের উদ্দেশ্যে ঘৃণা ছুঁড়লেও
আজ কিন্তু পথ ছাড়ার জন্য অনুরোধ করল।
কিন্তু ভাইরাস আক্রান্ত মন-চারটে তাকি শোনে ?
প্রথমে চারজন তার আলাদা আলাদা চার অংশ নিল।
তারপর চারজনে মিলে এক অংশ।
আমি ভাবি :
আমার পেনটা কেন চিত্রগুপ্তের কলম না।
তাহলে—
এই নরপশুগুলোকে
আইনবহির্ভূত, মৃত্যুমাপিক শাস্তি দিতে পারতাম।
****আমার website হল –
http://banglakobita.jimdo.com/
এবং http://rupasamanta.wix.com/bangla-kobita
এটা একটা বাতিল হয়ে যাওয়া অংশ।
রোজ অরুণিমাকে বাড়ি ফিরতে হয়, এই রাস্তাটা দিয়েই।
এইখান দিয়ে যাওয়ার সময় সে নিজে ভয়ে ভয়ে পা ফেলে
আর বাড়ির লোকজনকেও ভয়ে ভয়ে রাখে।
এইভাবেই অরুণিমা আজ বাড়ি ফিরছিল।
এমন সময়—
প্রতিদিনের তাকে বিরক্ত করা ছেলে চারটি
তার সামনে এসে দাঁড়াল।
রোজ অরুণিমা তাদের উদ্দেশ্যে ঘৃণা ছুঁড়লেও
আজ কিন্তু পথ ছাড়ার জন্য অনুরোধ করল।
কিন্তু ভাইরাস আক্রান্ত মন-চারটে তাকি শোনে ?
প্রথমে চারজন তার আলাদা আলাদা চার অংশ নিল।
তারপর চারজনে মিলে এক অংশ।
আমি ভাবি :
আমার পেনটা কেন চিত্রগুপ্তের কলম না।
তাহলে—
এই নরপশুগুলোকে
আইনবহির্ভূত, মৃত্যুমাপিক শাস্তি দিতে পারতাম।
****আমার website হল –
http://banglakobita.jimdo.com/
এবং http://rupasamanta.wix.com/bangla-kobita
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ১৪/০৯/২০১৩সুন্দর আপনার ভাবনা।