আমার ঈশ্বরীকে (কাব্যগ্রন্থ তুমিই কিগো সেই মেয়েটি)
মেয়ে , তোমার মনের মধ্যে কি আছে ?
আমি তা জানি না ;
আর জানতেও চাই না।
আমি শুধু চাই— সেখানে আরও একটি অংশ যোগ করে দিতে ;
‘যাতে করে , সেখানে আমি যেন নিজেকেও দেখতে পাই।’
মেয়ে , তোমার উপর আমি আমার কোনো-কিছু জোর করে
চাপাতে চাই না।
আমি শুধু চাই— তোমার মধ্যে নিতান্তই সামান্য কিছু সংশোধন ;
‘যাতে করে , তুমি আপনা হতেই বাধ্য হয়ে যাবে ;
আর চিরবাধ্য থাকবে :
আমাকে ভালবাসতে।’
(যেহেতু আমি তোমাতে ভালোবাসি তাই)।
মেয়ে , তুমি কি পারো ? আর কি পারো না ?
সেসবে আমার কিছুই যায় আসে না।
আমি তার কোনো হিসাবও রাখতে চাই না।
আমি শুধু তোমাকে বলব :
আমি যদি কখনো তোমায় নিয়ে কবিতা লিখতে , ইতিহাস গড়তে...
ভুলে যাই।
জীবন যদি কখনো জীবন থেকে সরে যায়।
‘তখন তুমি যেন এমনি করেই
তোমার সমস্ত উজাড় করা ভালোবাসা দিয়ে
আমার এই অসমাপ্ত লেখাগুলোকে সমাপ্ত করে যাও।’
আমি তা জানি না ;
আর জানতেও চাই না।
আমি শুধু চাই— সেখানে আরও একটি অংশ যোগ করে দিতে ;
‘যাতে করে , সেখানে আমি যেন নিজেকেও দেখতে পাই।’
মেয়ে , তোমার উপর আমি আমার কোনো-কিছু জোর করে
চাপাতে চাই না।
আমি শুধু চাই— তোমার মধ্যে নিতান্তই সামান্য কিছু সংশোধন ;
‘যাতে করে , তুমি আপনা হতেই বাধ্য হয়ে যাবে ;
আর চিরবাধ্য থাকবে :
আমাকে ভালবাসতে।’
(যেহেতু আমি তোমাতে ভালোবাসি তাই)।
মেয়ে , তুমি কি পারো ? আর কি পারো না ?
সেসবে আমার কিছুই যায় আসে না।
আমি তার কোনো হিসাবও রাখতে চাই না।
আমি শুধু তোমাকে বলব :
আমি যদি কখনো তোমায় নিয়ে কবিতা লিখতে , ইতিহাস গড়তে...
ভুলে যাই।
জীবন যদি কখনো জীবন থেকে সরে যায়।
‘তখন তুমি যেন এমনি করেই
তোমার সমস্ত উজাড় করা ভালোবাসা দিয়ে
আমার এই অসমাপ্ত লেখাগুলোকে সমাপ্ত করে যাও।’
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
জি,মাওলা ১৯/১২/২০১৩ভাল লাগল