এক পশলা সুখের কবিতা
হিসেব করলে, এতদিনে নিশ্চয় চিত্রগুপ্তের খাতা ভরে যেত।
আর কাল ধরলে, ছাপিয়ে যেত সমুদ্রগুপ্ত এবং চন্দ্রগুপ্তও।
হ্যাঁ ঠিকই ধরেছেন, এরই নাম বসন্ত।
দিনের সমস্ত কোলাহলের আড়ালে
বিচ্ছেদের নীল বিষাক্ত ছোবল নিয়ে
অপেক্ষা করছি এবং করব।
ভালবাসলে যা যা হয়
তোমাকে একফালি প্রথম দেখবার পর থেকেই ;
সেইসব দৃষ্টিভোগের খর্পরে পড়ে, আমি তেমনই অস্থির
খাপছাড়া হয়ে, নিকোটিন কিংবা অ্যালকোহলের সাথে সুষম বণ্ঠনে
অনন্ত সহবাসে একতারা না হয়ে যাই কোথায় ?
তোমার ঠোঁটের কোনের সামান্য হাঁসিটিই
আমার এক পশলা সুখ।
তবু কেনও বারনের কার্নিশে বেদনায় এত আয়োজন ?
সুখের নিভৃত নীড়ে এশট্রের নির্লিপ্ত আসা-যাওয়া ?
এরপরও তুমি কীভাবে চুপ থাকো, রূপা
তুমি জানো না ! ভালোবাসা ঠিকমতো ব্যবহার না করলে
অল্পদিনেই তা জঞ্জাল হয়ে যায়।
সুব্রত সামন্ত
২১.০১.২০১৫
খানাকুল, ভারত / মানামা, বাহ্রাইন
রচনাটি “আজ কবিতারা কথা বলবে সিরিজ-২”
/ ছিঁড়ে ফেলা ডাইরির পাতা থেকে নেওয়া হল/।
আর কাল ধরলে, ছাপিয়ে যেত সমুদ্রগুপ্ত এবং চন্দ্রগুপ্তও।
হ্যাঁ ঠিকই ধরেছেন, এরই নাম বসন্ত।
দিনের সমস্ত কোলাহলের আড়ালে
বিচ্ছেদের নীল বিষাক্ত ছোবল নিয়ে
অপেক্ষা করছি এবং করব।
ভালবাসলে যা যা হয়
তোমাকে একফালি প্রথম দেখবার পর থেকেই ;
সেইসব দৃষ্টিভোগের খর্পরে পড়ে, আমি তেমনই অস্থির
খাপছাড়া হয়ে, নিকোটিন কিংবা অ্যালকোহলের সাথে সুষম বণ্ঠনে
অনন্ত সহবাসে একতারা না হয়ে যাই কোথায় ?
তোমার ঠোঁটের কোনের সামান্য হাঁসিটিই
আমার এক পশলা সুখ।
তবু কেনও বারনের কার্নিশে বেদনায় এত আয়োজন ?
সুখের নিভৃত নীড়ে এশট্রের নির্লিপ্ত আসা-যাওয়া ?
এরপরও তুমি কীভাবে চুপ থাকো, রূপা
তুমি জানো না ! ভালোবাসা ঠিকমতো ব্যবহার না করলে
অল্পদিনেই তা জঞ্জাল হয়ে যায়।
সুব্রত সামন্ত
২১.০১.২০১৫
খানাকুল, ভারত / মানামা, বাহ্রাইন
রচনাটি “আজ কবিতারা কথা বলবে সিরিজ-২”
/ ছিঁড়ে ফেলা ডাইরির পাতা থেকে নেওয়া হল/।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ আবদুল করিম ২৭/০১/২০১৫খুবই ভাল হয়েছে,অসাধারন
-
সায়েম খান ২৫/০১/২০১৫আপনার নামের সাথে বাবুই পাখির নামের মিল আছে তাই শিল্পের দিক থেকেও একই রকম।
-
নাজমুল আহসান ২৪/০১/২০১৫ভাল লেখেছেন,ধন্যবাদ কবি ।
-
আবিদ আল আহসান ২২/০১/২০১৫নাইস
-
শম্পা ২১/০১/২০১৫ভালো লাগলো কবিতা।
-
স্বপন রোজারিও(১) ২১/০১/২০১৫জঞ্জাল ভালবাসা।
-
ফিরোজ মানিক ২১/০১/২০১৫ভাল লিখেছেন।
-
কুয়াশা রায় ২১/০১/২০১৫বেশ ভাল লাগল।সুন্দর।
-
অ ২১/০১/২০১৫দারুণ লেখা ।
শুভেচ্ছা রইল । -
সবুজ আহমেদ কক্স ২১/০১/২০১৫অসাধারণ লিখা কবি সুব্রত সামন্ত বুবাই