www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তোমার ভালোবাসা

***তোমার ভালোবাসা
সুব্রত সামন্ত***

তোমার ভালোবাসা এখন
সামান্য মানেই অনেকটা ।
তোমার ভালোবাসা এখন
মুখের উপর মুখঝাপটা ।
তোমার ভালোবাসা সম্পর্কে আমি
এর বেশি কি আর বলব ?

সেই তো আবার সারাটাদিন
আমাকেই বকবে ।
সেই তো আবার দিনের শেষে
আমকেই খুঁজবে ।
তোমার ভালোবাসায় আমি
এর বেশি কত আর কাঁদব ?
এর বেশি কত বেশি হাঁসব ?

তোমার ভালোবাসায় আজকাল মুখস্থ করি
কষ্টের ভেতরের কষ্ট ;
কষ্টের বাইরের কষ্ট ;
অজস্র...

তবু সাবধানে বাড়ি ফিরে একসাথে খুমাবো ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪২৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২০/০৯/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast