তোমার ভালোবাসা
***তোমার ভালোবাসা
সুব্রত সামন্ত***
তোমার ভালোবাসা এখন
সামান্য মানেই অনেকটা ।
তোমার ভালোবাসা এখন
মুখের উপর মুখঝাপটা ।
তোমার ভালোবাসা সম্পর্কে আমি
এর বেশি কি আর বলব ?
সেই তো আবার সারাটাদিন
আমাকেই বকবে ।
সেই তো আবার দিনের শেষে
আমকেই খুঁজবে ।
তোমার ভালোবাসায় আমি
এর বেশি কত আর কাঁদব ?
এর বেশি কত বেশি হাঁসব ?
তোমার ভালোবাসায় আজকাল মুখস্থ করি
কষ্টের ভেতরের কষ্ট ;
কষ্টের বাইরের কষ্ট ;
অজস্র...
তবু সাবধানে বাড়ি ফিরে একসাথে খুমাবো ।
সুব্রত সামন্ত***
তোমার ভালোবাসা এখন
সামান্য মানেই অনেকটা ।
তোমার ভালোবাসা এখন
মুখের উপর মুখঝাপটা ।
তোমার ভালোবাসা সম্পর্কে আমি
এর বেশি কি আর বলব ?
সেই তো আবার সারাটাদিন
আমাকেই বকবে ।
সেই তো আবার দিনের শেষে
আমকেই খুঁজবে ।
তোমার ভালোবাসায় আমি
এর বেশি কত আর কাঁদব ?
এর বেশি কত বেশি হাঁসব ?
তোমার ভালোবাসায় আজকাল মুখস্থ করি
কষ্টের ভেতরের কষ্ট ;
কষ্টের বাইরের কষ্ট ;
অজস্র...
তবু সাবধানে বাড়ি ফিরে একসাথে খুমাবো ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ২০/০৯/২০২০ভালো লাগলো।
-
স্বপন রোজারিও (মাইকেল) ২০/০৯/২০২০চমৎকার।
-
ফয়জুল মহী ২০/০৯/২০২০Excellent poem