একফালি চাঁদ চাঁদের সমান
একফালি চাঁদ, চাঁদের সমান
সুব্রত সামন্ত (বুবাই)
ক্লান্ত ফুলে শিশির তখন দু’এক ফোঁটা।
রাই কিশোরী এই বেলাতেও আদরে আঁকা।
একটু পরেই
ভিজব আমি ভিজবে তুমি এসব যখন খবর পড়ে ;
ঠিক তখনই
আতর মেখে রিং বেজে যায় রাইয়ের স্বরে।
তারপর পর পরই !
দরজায় ভেতর ব্যর্থ হয় আকাশ পাড়ের জোংস্না স্নান।
বলব কি আর !
ঘরের মধ্যেই এখন আমার একফালি চাঁদ, চাঁদের সমান।
Subrata samanta (bubai)
Manama , Bahrain.
16/10/2016
সুব্রত সামন্ত (বুবাই)
ক্লান্ত ফুলে শিশির তখন দু’এক ফোঁটা।
রাই কিশোরী এই বেলাতেও আদরে আঁকা।
একটু পরেই
ভিজব আমি ভিজবে তুমি এসব যখন খবর পড়ে ;
ঠিক তখনই
আতর মেখে রিং বেজে যায় রাইয়ের স্বরে।
তারপর পর পরই !
দরজায় ভেতর ব্যর্থ হয় আকাশ পাড়ের জোংস্না স্নান।
বলব কি আর !
ঘরের মধ্যেই এখন আমার একফালি চাঁদ, চাঁদের সমান।
Subrata samanta (bubai)
Manama , Bahrain.
16/10/2016
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
দীপঙ্কর বেরা ১৭/১০/২০১৬খুব সুন্দর
-
দ্বীপ সরকার ১৭/১০/২০১৬ভালো
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১৭/১০/২০১৬খুব সুন্দর।