www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

‘বিষয়টা যখন আবার অমানবিক’

‘বিষয়টা যখন আবার অমানবিক’
সুব্রত সামন্ত (বুবাই)

এখানে থুতু ফেলুন, বোমা ফাটান, খুন করুন, আত্মহত্যা করুন
এবং অন্যকেও করার সুযোগ করে দিন।
তাহলেই আপনার পাশে আছে সরকার।

এখানে চিৎকার করে কথা বলুন, কিছু না বুঝেই কথা বলুন
সুযোগ বুঝে চোখ উপড়ে নিন, গলা কেটে দিন
হাত-পা ভেঙে দিন, অথবা উঠিয়ে নিয়ে এসে ধর্ষন করুন আবার।
তাহলেই আপনার পাশে আছে সরকার।

এখানে ধৈর্য্য বজায় রাখুন, লাইন বানান
এখানে ওখানে প্রসাব করে দিন
বাইরে থেকে আবর্জনা আমদানি করতে ব্যর্থ হলে
নিজেকেই চারিপাশে ছড়িয়ে দিন।
আর এভাবেই রোগ জীবানুর পাশে নিজের নামটা লিখুন।
তাহলেই আপনার পাশে আছে সরকার।

এখানে শধুই নিজের প্রয়োজনের কথা ভাবুন।
নীচে নামুন , আরো নীচে।
নিজের নোংরামিকে সবার সামনে তুলে ধরুন, বারবার।
বেইমান শব্দটাকে আপনার নামের সাথে এমনভাবে খাপ-খাইয়ে বসান
যাতে সেটা আপনার নামের আগে, পরে ও মাঝে তিন বা তিনের অধিকবারবসে
আপনার নামের এক আলাদা তাৎপর্জ বয়ে আনে।
আর এভাবেই একদিন একে অপরকে টপকাতে টপকাতে দেখবেন
আপনার পায়ের শক্ত চপ্পলজোড়াও আপনার নরম গালকে ছুঁতেগিয়ে
রীতিমতো লজ্জাবোধ করছে।

এসব পারলেই সাথে সাথে আপনার চাকরি
তাহলেই আপনার পাশে আছে সরকার।

সুব্রত সামন্ত (বুবাই)
খানাকুল, হুগলী
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮৬৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৭/০৮/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast