ফেরিওয়ালা
ফেরিওয়ালা
সুব্রত সামন্ত (বুবাই)
অধর্ম নেবে অধর্ম ?
কেন নেবে ?
তোমার ধর্ম দেশজোড়া শান্তি ও নীতির ভিতর রক্তে লাল ;
আমার অধর্ম মানুষ বানায়।
তোমার ধর্ম বহুরূপী
মা বোনের গায়েরও রীতিমতো থাবা বসায় ;
আর আমার অধর্ম নিজেই মরে ধর্ম রক্ষায়।
তোমার ধর্ম গরু নয়ত শুয়োর চেনায় ;
আমার অধর্ম মানুষ চেনায়।
তোমার ধর্মে সবটাই লাভ লোকসানের হিসেব কষা ;
আমার অধর্মে লেখা থাকে
মানুষের চোখের জলের নানান কথা।
তোমার ধর্মে কখনো দিন, কখনো রাত
আমার অধর্মে পুরোটাই রাত ;
তাও আবার সাদায় ঠাসা।
অধর্ম নেবে, অধর্ম !
তোমার ধর্মে দোকানি আর খরিদ্দারের গুঁতোগুঁতি ;
আমার অধর্মে দুটোর-ই অভাব।
খানাকুল, হুগলী
মানামা, বাহ-রাইন।
১২.০৮.২০১৬
সুব্রত সামন্ত (বুবাই)
অধর্ম নেবে অধর্ম ?
কেন নেবে ?
তোমার ধর্ম দেশজোড়া শান্তি ও নীতির ভিতর রক্তে লাল ;
আমার অধর্ম মানুষ বানায়।
তোমার ধর্ম বহুরূপী
মা বোনের গায়েরও রীতিমতো থাবা বসায় ;
আর আমার অধর্ম নিজেই মরে ধর্ম রক্ষায়।
তোমার ধর্ম গরু নয়ত শুয়োর চেনায় ;
আমার অধর্ম মানুষ চেনায়।
তোমার ধর্মে সবটাই লাভ লোকসানের হিসেব কষা ;
আমার অধর্মে লেখা থাকে
মানুষের চোখের জলের নানান কথা।
তোমার ধর্মে কখনো দিন, কখনো রাত
আমার অধর্মে পুরোটাই রাত ;
তাও আবার সাদায় ঠাসা।
অধর্ম নেবে, অধর্ম !
তোমার ধর্মে দোকানি আর খরিদ্দারের গুঁতোগুঁতি ;
আমার অধর্মে দুটোর-ই অভাব।
খানাকুল, হুগলী
মানামা, বাহ-রাইন।
১২.০৮.২০১৬
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সোলাইমান ০৭/০৯/২০১৬বেশ খুব সুন্দর।
-
আনিসা নাসরীন ০৪/০৯/২০১৬খুব সুন্দর
-
শাহানাজ সুলতানা (শাহানাজ) ১২/০৮/২০১৬সুন্দর
-
সাইয়িদ রফিকুল হক ১২/০৮/২০১৬বেশ তো!
-
স্বপ্নময় স্বপন ১২/০৮/২০১৬আমি মুগ্ধ!
-
শরীফুল ইসলাম আরশ ১২/০৮/২০১৬ভাল লাগলো ।