www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

হারামি

হারামি
সুব্রত সামন্ত (বুবাই)

সারা পৃথিবীর কাছে উপহাস হবার জন্য
কেন জানি না নানারকমের দুঃখ
শুধু আমাকেই বেছে নিল।
অথবা ব্যর্থ প্রেমের ঠিক ঠিক ধারাবাহিকতা বজায় রাখতে
সেইসব মুখোসপড়া যাবতীয় চক্রান্তেরা পরম মমতায়
আগেভাগেই আমাকে বেছে রেখেছিল।
কিংবা কারো অস্থির বেপোরোয়া আকালের কোপে
আমাকে সস্তা দরে জোগান দেওয়া হয়েছিল।

তার আগে—
আমি আমার নিয়মিত ভালো থাকবার অজস্র পদ থেকে
ইস্তফা দিয়ে ;
ইচ্ছামতো প্রেমে হাবুডুবু।
খোলা চোখে ‘বালি পড়া’-র ভান করে
ইদানিং হতচ্ছাড়ি ; এতটাই অসামাজিক।
বাথরুমের খোলা ট্যাপের সাথে
যেদিন আমার দু’চোখের বিস্তারিত জল মিশেছিল ;
সেদিনই আমার শিক্ষা হল :
আমার খুব বেশি সর্বনাশ হয়ে গেছে।

তবুও তো—
তাকে সমস্ত রকমের সুখে থাকবার বন্দোবস্ত করে দিতে
প্রথম প্রথমনিজেকে আমি ডুবিয়ে দিতাম
সায়া, ব্লাউজ, কাপড় ছেড়ে...... আরো আরো...... অন্তিমে।
যার জন্য পরবর্তীকালে এই অনাবৃত শরীর ঢাকতে হয়েছে
অফুরন্ত অন্ধকারের এই ‘তুইহীন’ আস্ত বেমানান চাদরে।

চুপিচুপি গুলশানে তোমার হাতে যার রূপের পেয়ালা নিয়ে
আজ তুমি অভ্যস্ত বিস্ময়ে টগবগ ;
না জেনেই ঢকঢক গিলে নিচ্ছ
আমারই কিছু চাপচাপ রক্ত.............................................

সেকি জানে তার কিছুমাত্র ?


https://www.youtube.com/watch?v=JdjaFQcsTPc&feature=youtu.be
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৪৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৫/০৩/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • জয় ৩০/০৫/২০১৬
    ব্যাথার বর্ণনা টা ভাল কিন্তু ফরম্যাট টা আর পরিনত হলে বেশ মানায় ।
  • অভিযান পাল ১৯/০৩/২০১৬
    কবিতা শব্দ-ভারাক্রান্ত হয়ে পড়লে মূলভাবটুকু আড়ালে চলে যায় ।
    কবিতা হল সুন্দর শব্দের শৈল্পিক বিন্যাস । কবিতার প্রথম পঙক্তিটিই
    সুগঠিত নয় । উপহাস বিশেষ্য পদ । উপহাস হওয়া যায় না । উপহাস্যাস্পদ/ উপহাসিত হওয়া যায় । সারা কবিতায় অনেক অসঙ্গতি আছে । তবুও চেষ্টার জন্য শুভেচ্ছা জানাই ।
  • সুন্দর।
  • দেবজ্যোতিকাজল ১৫/০৩/২০১৬
    ভাল
 
Quantcast