প্রিয়-প্রিয়তম বাংলা
হে আমার প্রিয়-প্রিয়তম বাংলা
**********
এক্ষুণি গিয়ে
দাদাকে-দিদিকে বলে দিন যে ;
আমাদের কোনোই দরকার নেই ‘রাজনীতি-টাজনীতির’।
উঠে পড়ে, গায়ে পড়ে, সমাজসেবা করবার জন্য
এতটাই ঘৃণ্য জঘন্য
বেদরদি-বেহিসাবী ‘রক্তভোজী-নির্মাণকান্ডের’।
হে আমার প্রিয়–প্রিয়তম বাংলা
তুমি ঠোঁটে লিপস্টিক না মাখলেও
‘আমি তোমাকে ভালোবাসব’।
**********
এক্ষুণি গিয়ে
দাদাকে-দিদিকে বলে দিন যে ;
আমাদের কোনোই দরকার নেই ‘রাজনীতি-টাজনীতির’।
উঠে পড়ে, গায়ে পড়ে, সমাজসেবা করবার জন্য
এতটাই ঘৃণ্য জঘন্য
বেদরদি-বেহিসাবী ‘রক্তভোজী-নির্মাণকান্ডের’।
হে আমার প্রিয়–প্রিয়তম বাংলা
তুমি ঠোঁটে লিপস্টিক না মাখলেও
‘আমি তোমাকে ভালোবাসব’।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রাকিব চৌধুরী শিশির ২৪/০২/২০১৬সুন্দর কবিতা কবি
-
অ ২৪/০২/২০১৬সুন্দর উপমার ব্যবহার ।
ভালো লাগল । -
ধ্রুব রাসেল ২২/০২/২০১৬একদমেই সত্যি। ভাল লাগলো
-
নির্ঝর ২২/০২/২০১৬অনেক অনেক ভাল লেগেছে
-
প্রদীপ চৌধুরী. ২২/০২/২০১৬বা দারুণ লাগলো
-
হৃদয় অন্তর ইয়াছিন ২২/০২/২০১৬বাহ!!!
-
মনিরুজ্জামান জীবন ২১/০২/২০১৬বিষাদময় লেখা।