পাগলী আবার যেদিন মাডার হবে
পাগলী আবার যেদিন মাডার হবে
সুব্রত সামন্ত (বুবাই)
- একটা হাঁটুমোড়া পাত্র নাও।
- নিলাম।
- নিজেকে বোকা এবং অমনোযোগী না করে জলপূর্ণ কর।
- করলাম।
- এবার তোমার সংগ্রহে থাকা চিনির দানাকটিকে ঐ জলের মধ্যে ছেড়ে দাও।
- দিলাম।
- কি দেখতে পারছো ?
- চিনির দানাগুলো ছোট হচ্ছে।
- তারপর ?
- ক্রমশ ছোটো হতে হতে জলেতে বিলীন হয়ে গেল।
- কোনোকিছু পরিবর্তন ছাড়াই চিনির দানাগুলোকে এবার দেখি আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসো ?
- সেটা কীভাবে সম্ভব ?
- কি বললে ?
- বললাম , সেটা কীভাবে সম্ভব ?
- তাহলে জলে চিনি আছে সেটা প্রমাণ কর।
- খুবই সহজ একটু জল নিয়ে দেখলেই হল।
- ঠিক তাই, আমি এতদিন ধরে তোমাকে তো এমনটাই বোঝাতে চাইছিলাম। ম্যাসেজের ইনবক্স, টেলিফোনের দেওয়ালে কান সাজিয়ে রেখে সাড়া না পেলে, ভেবো না- আমি তোমাকে ভুলে গেছি। মনটার মধ্যে শুধু একবার ডুবে দ্যাখো সেখানে যেটা পাবে তা তোমার ঐ জলে মেশা চিনির চাইতে ঢের গুনে বড়।
(বিঃ দ্রঃ – প্রতিদিন তোমার খরব নেওয়া হয়ে না ; কখনো কাজ। কখনো আবার পয়সার সমস্যায়।) রচনাটি সংস্করণ-এর আগের।
সুব্রত সামন্ত (বুবাই)
- একটা হাঁটুমোড়া পাত্র নাও।
- নিলাম।
- নিজেকে বোকা এবং অমনোযোগী না করে জলপূর্ণ কর।
- করলাম।
- এবার তোমার সংগ্রহে থাকা চিনির দানাকটিকে ঐ জলের মধ্যে ছেড়ে দাও।
- দিলাম।
- কি দেখতে পারছো ?
- চিনির দানাগুলো ছোট হচ্ছে।
- তারপর ?
- ক্রমশ ছোটো হতে হতে জলেতে বিলীন হয়ে গেল।
- কোনোকিছু পরিবর্তন ছাড়াই চিনির দানাগুলোকে এবার দেখি আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসো ?
- সেটা কীভাবে সম্ভব ?
- কি বললে ?
- বললাম , সেটা কীভাবে সম্ভব ?
- তাহলে জলে চিনি আছে সেটা প্রমাণ কর।
- খুবই সহজ একটু জল নিয়ে দেখলেই হল।
- ঠিক তাই, আমি এতদিন ধরে তোমাকে তো এমনটাই বোঝাতে চাইছিলাম। ম্যাসেজের ইনবক্স, টেলিফোনের দেওয়ালে কান সাজিয়ে রেখে সাড়া না পেলে, ভেবো না- আমি তোমাকে ভুলে গেছি। মনটার মধ্যে শুধু একবার ডুবে দ্যাখো সেখানে যেটা পাবে তা তোমার ঐ জলে মেশা চিনির চাইতে ঢের গুনে বড়।
(বিঃ দ্রঃ – প্রতিদিন তোমার খরব নেওয়া হয়ে না ; কখনো কাজ। কখনো আবার পয়সার সমস্যায়।) রচনাটি সংস্করণ-এর আগের।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আনিসা নাসরীন ০১/০২/২০১৬সহজ প্রেম
-
... ২৮/০১/২০১৬কথোপকথন আরো কাব্যিক ধারায় হলে, ভালো লাগতো। সরল হলেও বেশ ভালো লাগলো। ভালো থাকুন।
-
দেবব্রত সান্যাল ২৮/০১/২০১৬এটা কি কবিতা ?
-
ধ্রুব রাসেল ২৮/০১/২০১৬ওয়াও.......! অসাধারণ বুদ্ধি। প্রেমের ক্ষেত্রে কাজে দিবে। ধন্যবাদ।