“ আজ কবিতারা কথা বলবে” পার্ট-২
একই সাথে আমার মজবুরি আর তোমার চিঠির প্রত্যুত্তরে লেখা
সুব্রত সামন্ত
সব প্রেমেরই শেষ
একই রকম।
হাজার খুঁজলেও তখন আর চোখের মধ্যে হরিণী চাওনি থাকে না ;
নাভীর মধ্যে বারবার মুখ ঘুঁজেও কোথায় আর কস্তূরী গন্ধ পাওয়া যায় না।
মনের গোড়ায় মন দিয়েও কিছুতেই আর হাস্নুহানা ফোটে না।
অথাৎ হয়ে পড়ে পুরোপুরি অচল পয়সা—
নয়ত নির্জন নির্বাসনে কোনো পুরানো জীর্ণ বাসভবন।
উঠান ভরতি আগাছা, ধুলোভরতি মেঝে
শাওলা ভরতি দেওয়াল, নীরবতা ভরতি ঘর
আকর্ষণশূন্য ভ্রমণ, অকুতিশূন্য ফিরে আসা।
ফল পরিণতি পেয়ে বোঁটা থেকে খসে পড়বে ; যেমন স্বাভাবিক...
নদী বর্ষার জল ধারণ করে কূল ভাঙবে ; যেমন অনির্বায...
সেইদিক থেকে দেখলে :
তোমার ইণ্ডিয়াতে বসবাস
আর আমার বাহ্রাইন অনেক ভালো।
রচনাটি “ আজ কবিতারা কথা বলবে” পার্ট-২
অডিও সিডি – “ ভালোবাসা যে ভাষায় কথা বলে ” থেকে নেওয়া হল।
সুব্রত সামন্ত
সব প্রেমেরই শেষ
একই রকম।
হাজার খুঁজলেও তখন আর চোখের মধ্যে হরিণী চাওনি থাকে না ;
নাভীর মধ্যে বারবার মুখ ঘুঁজেও কোথায় আর কস্তূরী গন্ধ পাওয়া যায় না।
মনের গোড়ায় মন দিয়েও কিছুতেই আর হাস্নুহানা ফোটে না।
অথাৎ হয়ে পড়ে পুরোপুরি অচল পয়সা—
নয়ত নির্জন নির্বাসনে কোনো পুরানো জীর্ণ বাসভবন।
উঠান ভরতি আগাছা, ধুলোভরতি মেঝে
শাওলা ভরতি দেওয়াল, নীরবতা ভরতি ঘর
আকর্ষণশূন্য ভ্রমণ, অকুতিশূন্য ফিরে আসা।
ফল পরিণতি পেয়ে বোঁটা থেকে খসে পড়বে ; যেমন স্বাভাবিক...
নদী বর্ষার জল ধারণ করে কূল ভাঙবে ; যেমন অনির্বায...
সেইদিক থেকে দেখলে :
তোমার ইণ্ডিয়াতে বসবাস
আর আমার বাহ্রাইন অনেক ভালো।
রচনাটি “ আজ কবিতারা কথা বলবে” পার্ট-২
অডিও সিডি – “ ভালোবাসা যে ভাষায় কথা বলে ” থেকে নেওয়া হল।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কামরুজ্জামান সাদ ০৫/০২/২০১৮চমৎকার
-
ধ্রুব রাসেল ০৭/০১/২০১৬বানানের ক্ষেত্রে লক্ষ্য রাখা উচিত। সুন্দর কবিতা।
-
দেবাশীষ দিপন ০৭/১২/২০১৫বাহ দারুণ।
-
জুনায়েদ বি রাহমান ০৭/১২/২০১৫চমৎকার!
-
এস, এম, আরশাদ ইমাম ০৬/১২/২০১৫দারুণ!