www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

নদী ও মাঝির গল্প

নদী ও মাঝির গল্প
সুব্রত সামন্ত

নদীটি বর্ণিল, নদীটি লটরপটর জীবন্ত
নদীটি আঁকাবাঁকা পথে কিছুদূর গিয়ে, মনেপ্রাণে গোলমেলে।
মাঝি আজ ভীষণ অশান্ত
মাঝি আজ চাবুক খায়, আড়ালে-আসবাবে বন্দী হয়ে।

নদীটি মুখরিত, নদীটি বিচিত্র
নদীটি হাবিজাবি প্রেমফ্রেমে দারুণ ঝলমলে।
মাঝি আজ অনুগত ও বাধ্য
মাঝি আজ চরম দিশেহারা, সব ভুলে।

নদীটি নতুন, নদীটি দুর্বিনীত
নদীটি আগ্রাসী অনিঃশেষ-সুদূর।
মাঝিও আত্মঘাতী আকাঙ্ক্ষাতে ভরপুর
মাঝিও সঞ্চিত ছল-ছুতোয় দিব্যি অফিরৎ-বহুদূর।

নদীটির বাঁকে বাঁকে ভাঁজ
নদীটির চারপাশজুড়ে কত দিগজাগা ঢেউ।
মাঝির হাতে আছে হাল
মাঝির নাওয়ে বাঁধা আছে পাল।

নদীটির ডাক বড় মিষ্টি
নদীটি দিতে জানে কত ভাবে হাতছানি।
মাঝি আজ পরিষ্কার অটল শিকারী
মাঝি আজ পরস্পর ভাষাহারা তুমুল বিবাগী।

নদীটির সীমানাজুড়ে সম্মিলিত-অনুচ্চারিত গোলাপের ঘ্রাণ
নদীটির শরীরে সর্বনাশী-অলৌকিক বান।
মাঝির ধূর্ত ক্ষুদ্ধ আঙুলে মোহময় আগুন
মাঝির ছটপটানি বেড়ে, আরো-আরো কয়েকগুন।

নদীটি আজ সংশয় ও ভয়ে পদে পদে জড়োসড়ো
মাঝি আজ বাউলারঙে উৎসুক ও উদ্‌ভ্রান্ত।




কবিতাটি "আজ কবিতারা কথা বলবে" পার্ট -২ থেকে নেওয়া হল।
সিরিজ - ' ভালোবাসা যে ভাষায় কথা বলে '
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৩৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩১/১০/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast