নতুন পাঠ
নতুন পাঠ
সুব্রত সামন্ত
— আমাদের মন্ত্রী জনদরদী !
— শুনেছি।
— আমাদের মন্ত্রী প্রচণ্ড কর্মঠ !
— জানি।
— আমাদের মন্ত্রী উন্নয়নমুখী !
— নিজের চোখে দেখেছি।
— আমাদের মন্ত্রীকে নিয়ে এবার আপনিও কিছু বলুন !
— আপনাদের মন্ত্রীকে আমাকে একবার দেখাবেন ?
— কেন ?
— পাগলা কুকুরের পাশে রেখে দেখব, কোনটা বেশি বিপজ্জনক ?
কবিতাটি "আজ কবিতারা কথা বলবে" পার্ট -২ থেকে নেওয়া হল।
সিরিজ - ' ভালোবাসা যে ভাষায় কথা বলে '
সুব্রত সামন্ত
— আমাদের মন্ত্রী জনদরদী !
— শুনেছি।
— আমাদের মন্ত্রী প্রচণ্ড কর্মঠ !
— জানি।
— আমাদের মন্ত্রী উন্নয়নমুখী !
— নিজের চোখে দেখেছি।
— আমাদের মন্ত্রীকে নিয়ে এবার আপনিও কিছু বলুন !
— আপনাদের মন্ত্রীকে আমাকে একবার দেখাবেন ?
— কেন ?
— পাগলা কুকুরের পাশে রেখে দেখব, কোনটা বেশি বিপজ্জনক ?
কবিতাটি "আজ কবিতারা কথা বলবে" পার্ট -২ থেকে নেওয়া হল।
সিরিজ - ' ভালোবাসা যে ভাষায় কথা বলে '
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মনিরুজ্জামান শুভ্র ৩০/১০/২০১৫অনেক ভাল লাগলো ।
-
অ ২৪/১০/২০১৫আমাদের মন্ত্রীরা ........... (একটি প্রানীর নাম ) এর চেয়ে বিপজ্জনক বটে ।
-
সমরেশ সুবোধ পড়্যা ২৪/১০/২০১৫খুব ভালো লাগলো।
-
শমসের শেখ ২৪/১০/২০১৫কথপকথনে সুন্দর লিখেছেন
-
পরশ ২৩/১০/২০১৫দারুন