জানোয়ার
জানোয়ার
subrata samanta
*********
ভোরের আলো, ফুটতে না ফুটতেই
সেই ‘দুর্বিনীত খবরটা’ সবাইকে নিঃশেষে
হিড়হিড় করে টেনে নিয়ে আসল : ‘উদ্ধৃত ঘটনাস্থলে’।
রাস্তার ধারে পড়ে থাকা ‘নানাভাবে আক্রান্ত ও অত্যাচারিত দেহটা’
ছেঁড়াখোঁড়া-রক্তাক্ত-নিথর।
অঙ্গে বস্ত্র যেটুকু ছিল :
তাতে করে কোনোভাবেই ঢেকে রাখা সম্ভব হয় নি ;
তার গোপন-স্ফুরিত শরীরের ঘোর-জরুরি বিশেষ-বিশেষ জায়গাকটাকে।
অথচ প্রত্যেকেই জানে :
বেঁচে থাকবার সুস্থ-স্বাভাবিক আশা
আর সবাইকে আমূল বিশ্বাস করেই...
সে কাল রাত্রিতে ধারাবাহিকভাবে বাড়ি ফিরছিল।
আর ঠিক সে সময়ই
সুযোগ বুঝে
সম্মিলিত ধর্ষণকারীরা লুটেপুটে খেল ;
সেই সদ্য আধফোটা কিশোরীর
অস্পষ্ট-অলৌকিক-অধরা-সৌন্দর্যকে।
বিশ্বায়ন ও শিক্ষার আলো
আমাদেরকে যে কতটা বিশ্বখ্যাত বিদগ্ধ করেছে ;
তাতো চোখের সামনেই দেখতে পাচ্ছি।
মেয়েটার নাম দুর্গা হওয়া সত্ত্বেও
সে কিন্তু ধর্ষণকারীদের হাত থেকে রেহাই পায়নি। **********
রচনাটি "কাল সারারাত বৃষ্টি হয়েছিলো" অডিও সিডি থেকে নেওয়া হল।
সিরিজ- আজ কবিতারা কথা বলবে পার্ট-০১।
subrata samanta
*********
ভোরের আলো, ফুটতে না ফুটতেই
সেই ‘দুর্বিনীত খবরটা’ সবাইকে নিঃশেষে
হিড়হিড় করে টেনে নিয়ে আসল : ‘উদ্ধৃত ঘটনাস্থলে’।
রাস্তার ধারে পড়ে থাকা ‘নানাভাবে আক্রান্ত ও অত্যাচারিত দেহটা’
ছেঁড়াখোঁড়া-রক্তাক্ত-নিথর।
অঙ্গে বস্ত্র যেটুকু ছিল :
তাতে করে কোনোভাবেই ঢেকে রাখা সম্ভব হয় নি ;
তার গোপন-স্ফুরিত শরীরের ঘোর-জরুরি বিশেষ-বিশেষ জায়গাকটাকে।
অথচ প্রত্যেকেই জানে :
বেঁচে থাকবার সুস্থ-স্বাভাবিক আশা
আর সবাইকে আমূল বিশ্বাস করেই...
সে কাল রাত্রিতে ধারাবাহিকভাবে বাড়ি ফিরছিল।
আর ঠিক সে সময়ই
সুযোগ বুঝে
সম্মিলিত ধর্ষণকারীরা লুটেপুটে খেল ;
সেই সদ্য আধফোটা কিশোরীর
অস্পষ্ট-অলৌকিক-অধরা-সৌন্দর্যকে।
বিশ্বায়ন ও শিক্ষার আলো
আমাদেরকে যে কতটা বিশ্বখ্যাত বিদগ্ধ করেছে ;
তাতো চোখের সামনেই দেখতে পাচ্ছি।
মেয়েটার নাম দুর্গা হওয়া সত্ত্বেও
সে কিন্তু ধর্ষণকারীদের হাত থেকে রেহাই পায়নি। **********
রচনাটি "কাল সারারাত বৃষ্টি হয়েছিলো" অডিও সিডি থেকে নেওয়া হল।
সিরিজ- আজ কবিতারা কথা বলবে পার্ট-০১।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শিমুল শুভ্র ০৪/০৬/২০১৫ধিক ধিক তাদের
-
দেবাশিস্ ভট্টাচার্য্য ২৯/০৫/২০১৫নিউজ দেখা ও পড়া প্রায় ছেড়েই দিয়েছি..। ভাল লাগে না। সমাজের ক্রমাবনতি বড়ই জ্বালা দেয়...
ইচ্ছে করে নিজেকে লুকিয়ে ফেলি পুরুষ সমাজের প্রতিনিধি হিসাবে।