হে আমার প্রিয়-প্রিয়তম বাংলা
এক্ষুণি গিয়ে
দাদাকে-দিদিকে বলে দিন যে ;
আমাদের কোনো দরকার নেই ‘রাজনীতি-টাজনীতির’।
উঠে পড়ে, গায়ে পড়ে, সমাজসেবা করবার জন্য
এতটাই ঘৃণ্য জঘন্য
বেদরদি-বেহিসাবী ‘রক্তভোজী-নির্মাণকান্ডের’।
হে আমার প্রিয়–প্রিয়তম বাংলা
তুমি ঠোঁটে লিপস্টিক না মাখলেও
‘আমি তোমাকে ভালোবাসব’।
দাদাকে-দিদিকে বলে দিন যে ;
আমাদের কোনো দরকার নেই ‘রাজনীতি-টাজনীতির’।
উঠে পড়ে, গায়ে পড়ে, সমাজসেবা করবার জন্য
এতটাই ঘৃণ্য জঘন্য
বেদরদি-বেহিসাবী ‘রক্তভোজী-নির্মাণকান্ডের’।
হে আমার প্রিয়–প্রিয়তম বাংলা
তুমি ঠোঁটে লিপস্টিক না মাখলেও
‘আমি তোমাকে ভালোবাসব’।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
জাহিদুর রহমান ১৪/০৪/২০১৫ভাল লিখেছেন ।
-
মোহাম্মদ এনামুল হক ১১/০৪/২০১৫সুন্দর! বটে..
-
পিয়ালী দত্ত ০৯/০৪/২০১৫খুব ভাল
-
সবুজ আহমেদ কক্স ০৯/০৪/২০১৫ভেরি ফাইন লিখা
-
স্বপন রোজারিও(১) ০৯/০৪/২০১৫বাংলার প্রতি ভালবাসা।
-
বেনামী পত্তনদার ০৯/০৪/২০১৫ছোট্ট করে... সত্যিই আসাধারণ