দিগন্ত
“ সখী লুকিয়ে লুকিয়ে হাজার কারচুপি করে
একপৃথিবী মেলামেশা।
আর মনের অ্যাকাউন্টে জমিয়ে কিছু
মন ভরতি খুচরো-নগদ কোমল নিষাদ ভয় ;
বাড়িতে কেউ কিছু জিজ্ঞাসা করলে—
আকাশ সমান অভিনয় করে
বাড়িয়ে বাড়িয়ে সাড়ে বিরানব্বই রকমের
মিথ্যার জঞ্জাল বাড়াতে হয়।
এরপর শরীরে গোলাপভেজা শিশিরের প্রলেপ লাগাবে
পাঁচখানা সম্মতির চাঁদ।
মন করবে কেমন কেমন !
স্বপ্নের খোঁজে কঁকিয়ে উঠবে অন্যান্য অন্তর্গত কোলাহলেরা।
নতুন ঠিকানা হবে পুরোপুরি জাতীয়বেদনার জবরদখল।
উপচে ওঠা সর্মপণের স্পর্ধা মধ্যান্তরে মিশে
গড়বে সাড়ে তিনহাতের সম্পর্ক।
তাকেই তো সখী ভালোবাসা কয়।”
রচনাটি “কাল সারারাত বৃষ্টি হয়েছিলো” অডিও সিডি থেকে নেওয়া হল।
সিরিজ - আজ কবিতারা কথা বলবে।
সুব্রত সামন্ত
খানাকুল, পশ্চিমবাংলা, ভারত / মানামা, বাহ্রাইন।
২৭.০২.২০১৫।
একপৃথিবী মেলামেশা।
আর মনের অ্যাকাউন্টে জমিয়ে কিছু
মন ভরতি খুচরো-নগদ কোমল নিষাদ ভয় ;
বাড়িতে কেউ কিছু জিজ্ঞাসা করলে—
আকাশ সমান অভিনয় করে
বাড়িয়ে বাড়িয়ে সাড়ে বিরানব্বই রকমের
মিথ্যার জঞ্জাল বাড়াতে হয়।
এরপর শরীরে গোলাপভেজা শিশিরের প্রলেপ লাগাবে
পাঁচখানা সম্মতির চাঁদ।
মন করবে কেমন কেমন !
স্বপ্নের খোঁজে কঁকিয়ে উঠবে অন্যান্য অন্তর্গত কোলাহলেরা।
নতুন ঠিকানা হবে পুরোপুরি জাতীয়বেদনার জবরদখল।
উপচে ওঠা সর্মপণের স্পর্ধা মধ্যান্তরে মিশে
গড়বে সাড়ে তিনহাতের সম্পর্ক।
তাকেই তো সখী ভালোবাসা কয়।”
রচনাটি “কাল সারারাত বৃষ্টি হয়েছিলো” অডিও সিডি থেকে নেওয়া হল।
সিরিজ - আজ কবিতারা কথা বলবে।
সুব্রত সামন্ত
খানাকুল, পশ্চিমবাংলা, ভারত / মানামা, বাহ্রাইন।
২৭.০২.২০১৫।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
চোখের আলোয়_সম্পূর্ণা ১৬/০৩/২০১৫সুন্দর লেগেছে...
-
অ ২৮/০২/২০১৫চমৎকার ।
-
মোঃ সাইফুল ইসলাম ২৮/০২/২০১৫ভাল লাগল।
-
অগ্নিপক্ষ ২৭/০২/২০১৫নট ব্যাড
-
ফিরোজ মানিক ২৭/০২/২০১৫Nice.
-
সবুজ আহমেদ কক্স ২৭/০২/২০১৫ফাইন
-
রক্তিম ২৭/০২/২০১৫বেশ ভাল লাগল।
-
কপিল দেব ২৭/০২/২০১৫ভাল মানের লেখা ! ভাল লাগল !