তুই আসবি তো
তুই আসবি তো
- সুব্রত সামন্ত (বুবাই)
শরীরে আমি এতগুলো দশক মাখলাম
কিন্তু তুই তো এলি না ?
সমুদ্রের মুখোমুখি দাঁড়িয়ে জীবনকে আমি
বাসযোগ্য করলাম।
সমৃদ্ধি-মহানগরীর পসরায় বছরটাকে ভরিয়ে
গত বছরই সারলাম গৃহপ্রবেশ।
কিন্তু কই তুই তো এলি না ?
তোর জন্য নিজেকে আমি এখনো ভাগাভাগি করিনি !
তোর জন্য আমি এখনো নিজেকে বিশ্রাম দিই নি !
তোর আচ্ছন্ন নেশাতেই আমার আশ্রুশাস্ত্র অধ্যয়ন
এখনো সমুদ্রসমান।
কতরকম স্বপ্নে আর রকম রকম ভাবনাতে
আমি কবেই সর্বশ্রান্ত।
কিন্তু তুই তবু তো এলি না ?
তোর জন্য গোছ করে রেখেছি আমি আমার
তিমির হনন জীবনযাপন।
ক’দিন আগেও নথীভূক্ত করেছি
ঠিকানাবিহীন সুখের আনন।
তুই একখানামাত্র ঘর চেয়েছিলি
আর আমি তোর জন্য সমগ্র আকাশটাকে সাজিয়ে রেখেছি।
তুই নিবি তো ?
আসবি তো ?
আমাকে ভালোবাসবি তো ?
কিরে, কিছু বল না ?
সুব্রত সামন্ত
10.02.2015
খানাকুল, ভারত / মানামা, বাহ্রাইন
রচনাটি “আজ কবিতারা কথা বলবে সিরিজ-২”
/ ছিঁড়ে ফেলা ডাইরির পাতা থেকে নেওয়া হল/।
- সুব্রত সামন্ত (বুবাই)
শরীরে আমি এতগুলো দশক মাখলাম
কিন্তু তুই তো এলি না ?
সমুদ্রের মুখোমুখি দাঁড়িয়ে জীবনকে আমি
বাসযোগ্য করলাম।
সমৃদ্ধি-মহানগরীর পসরায় বছরটাকে ভরিয়ে
গত বছরই সারলাম গৃহপ্রবেশ।
কিন্তু কই তুই তো এলি না ?
তোর জন্য নিজেকে আমি এখনো ভাগাভাগি করিনি !
তোর জন্য আমি এখনো নিজেকে বিশ্রাম দিই নি !
তোর আচ্ছন্ন নেশাতেই আমার আশ্রুশাস্ত্র অধ্যয়ন
এখনো সমুদ্রসমান।
কতরকম স্বপ্নে আর রকম রকম ভাবনাতে
আমি কবেই সর্বশ্রান্ত।
কিন্তু তুই তবু তো এলি না ?
তোর জন্য গোছ করে রেখেছি আমি আমার
তিমির হনন জীবনযাপন।
ক’দিন আগেও নথীভূক্ত করেছি
ঠিকানাবিহীন সুখের আনন।
তুই একখানামাত্র ঘর চেয়েছিলি
আর আমি তোর জন্য সমগ্র আকাশটাকে সাজিয়ে রেখেছি।
তুই নিবি তো ?
আসবি তো ?
আমাকে ভালোবাসবি তো ?
কিরে, কিছু বল না ?
সুব্রত সামন্ত
10.02.2015
খানাকুল, ভারত / মানামা, বাহ্রাইন
রচনাটি “আজ কবিতারা কথা বলবে সিরিজ-২”
/ ছিঁড়ে ফেলা ডাইরির পাতা থেকে নেওয়া হল/।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রক্তিম ২৭/০২/২০১৫ভাল। আর সুন্দ র।
-
সবুজ আহমেদ কক্স ১৮/০২/২০১৫anek bar pora holo @@@
-
জহির রহমান ১১/০২/২০১৫মুগ্ধ! সুন্দর চয়ন! ভালো লেগেছে কবিতাটি। (y)
দোয়া করি ‘সে’ আসুক, আকাশটা নিয়ে নিক, আর কবিকে প্রাণভরে ভালোবাসা দিক!
শুভ কামনা কবির জন্য। ভালো লাগা জানিয়ে গেলাম। -
ফিরোজ মানিক ১১/০২/২০১৫সুন্দর উপমা, সুন্দর কাব্যিকতা।
-
সবুজ আহমেদ কক্স ১০/০২/২০১৫anek anek valo laglo @@@@@@ kobi
-
স্বপন রোজারিও(১) ১০/০২/২০১৫আশা করি উনি আসবে।
-
অ ১০/০২/২০১৫নিজের সবকিছু বিসর্জন দিয়েও কাংখিত ভালবাসার দেখা না পাওয়া অনেক বেদনার ।
কবিতা ভালো লাগল ।