আমাদের ভালবাসার গল্প
আমার ডাকে সাড়া দিয়ে নাইবা এলে
ক্ষতি কি
সেই ভালো, আমি তবুও টানা অপেক্ষা করব।
আর এভাবেই সহাস্যে কাটিয়ে দেবো
আরো একটা অখণ্ড বসন্ত।
কে জানে এভাবে রাত জেগে জেগে
আরো কতগুলো উপন্যাসের মৃত্যু দেখব ?
আর হৃদয়ের ভাঁড়ে অবিরাম ব্যথা জমাবো ?
ডাকপিয়ন, টেলিফোন, কোকিল ডাকা, পথ চেয়ে থাকা...
এগুলো তবুও এমনই অস্থির বহাল থাকবে ;
যতখানি হৃদয়ভাঙা হৃদয়ে হৃদয় জমে থাকে অনন্ত।
বাসর সাজিয়ে, পালকি পাঠিয়ে
দু’হাতে মেহেদি, সিঁথিতে সিঁদুর
বুকে ধুক ধুক, একখানা চুমু...
লোকে নাইবা সেসব কিছু জানল !
লোকে জানবে নাহয়
আমাদের ভালোবাসার গল্প ;
হ্যাঁ রূপা, তোমার আমার প্রেমের কথা অল্প অল্প।
রচনাটি "ছিঁড়ে ফেলা ডাইরির পাতা থেকে নেওয়া হল"
সুব্রত সামন্ত
মানামা, বাহ্-রাইন / খানাকুল, ভারত
ক্ষতি কি
সেই ভালো, আমি তবুও টানা অপেক্ষা করব।
আর এভাবেই সহাস্যে কাটিয়ে দেবো
আরো একটা অখণ্ড বসন্ত।
কে জানে এভাবে রাত জেগে জেগে
আরো কতগুলো উপন্যাসের মৃত্যু দেখব ?
আর হৃদয়ের ভাঁড়ে অবিরাম ব্যথা জমাবো ?
ডাকপিয়ন, টেলিফোন, কোকিল ডাকা, পথ চেয়ে থাকা...
এগুলো তবুও এমনই অস্থির বহাল থাকবে ;
যতখানি হৃদয়ভাঙা হৃদয়ে হৃদয় জমে থাকে অনন্ত।
বাসর সাজিয়ে, পালকি পাঠিয়ে
দু’হাতে মেহেদি, সিঁথিতে সিঁদুর
বুকে ধুক ধুক, একখানা চুমু...
লোকে নাইবা সেসব কিছু জানল !
লোকে জানবে নাহয়
আমাদের ভালোবাসার গল্প ;
হ্যাঁ রূপা, তোমার আমার প্রেমের কথা অল্প অল্প।
রচনাটি "ছিঁড়ে ফেলা ডাইরির পাতা থেকে নেওয়া হল"
সুব্রত সামন্ত
মানামা, বাহ্-রাইন / খানাকুল, ভারত
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ আবদুল করিম ২৭/০১/২০১৫খুবই ভাল ,ভাল লাগলো
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ১৯/০১/২০১৫চমৎকার। ভালো লাগলো।
-
কুয়াশা রায় ১৯/০১/২০১৫ভাল।
-
সবুজ আহমেদ কক্স ১৯/০১/২০১৫ভালো
-
প্রদীপ কুমার ১৮/০১/২০১৫ভালো লাগলো .........
-
স্বপন রোজারিও(১) ১৭/০১/২০১৫খুব ভাল হয়েছে। আপনাকে অভিনন্দন।
-
অগ্নিপক্ষ ১৭/০১/২০১৫কন্সেন্ট্রেট।
-
সবুজ আহমেদ কক্স ১৭/০১/২০১৫সুব্রত ভাই ভালো লাগলো আরো ভালো লিখা চাই