www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তোমাকে কি নামে ডাকব স্বদেশ

যখন—
চারিপাশ থেকে বিজ্ঞান এসে
ঝুড়ির মধ্যে উপচিয়ে তুলছে আপেল ;
প্রকৃতির সমস্তরকম বিপজ্জনক দাপটকে
মানুষ বলছে ‘শুইয়ে দাও’ আর ‘বাই বাই’ ;
অন্ধকার এই মস্ফলের গায়ে আবারও বসানো হচ্ছে
আলোর নানা রঙের ফুলকি ও গুটি ;
নদীকে ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে তার
স্বাভাবিক গভীরতা এবং জলের সংরক্ষিত স্রোতের বেগবান কারুকার্জে ;
সমাজ থেকে সব বৈষম্যের কুণ্ডলীকৃত মেঘকে সরিয়ে, সঙ্কুচিত করে
সম্ভবনারাই সম্ভবনা মুখর...

তখনই স্বাধীন দেশে
জাতীয় পতাকায় নীচে নিয়ে এসে
ওরা চারজন করে গেল একটি মেয়েকে ধর্ষণ।
পরেরদিন সমস্ত ঘটনা জানাজানি হওয়া সত্ত্বেও
মানবজাত কোনোই প্রতিকার বা প্রতিরোধের দূর্গ
ঘোষণা করে নি।
শুধু রাতের তারারা সমস্ত দেখে, অবমাননা করে
এর তীব্র প্রতিবাদ করে উঠে বলে উঠল :
‘মানুষ তোমরা, আরো একবার
মানুষ হয়ে ওঠো’।

কখনো কখনো বিষাক্ত সাপের মুখ থেকেও
বেড়িয়ে যেতে দেখেছি খাদ্য ব্যাঙকে।
অতএব এখন প্রশ্ন  একটাই—
‘মানুষগুলো কি তবে সাপের চেয়েও
আরো বেশি বিষাক্ত হয়ে যাচ্ছে ?’



সুব্রত সামন্ত (বুবাই)।
মানামা, বাহ্‌রাইন / খানাকুল, ভারত।
০৬.১০.২০১৪।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৮৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৬/১০/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast