কিংবদন্তী
এ চোখে দেখেছি অনেক :
ফুল-ফল, পাখি, চাঁদ, সমুদ্র, আকাশ, স্বপ্ন...
কিন্তু ; তেমন করে কিছুতেই আর লাগে না ভালো
তোমার দেখে— ঠিক যতটা ভালো লাগে।
এ মুখে বলেছি অনেক :
সত্যি-মিথ্যে, ভয়-ভক্তি, সুখ-দুঃখ, প্রার্থনা-আর্তি উচ্চারণে...
কিন্তু ; কিছুতেই আর হয় না অন্যরকম মনে
যতটা হয়— তোমাকে ভালোবাসি বললে।
এ হাত ছুঁয়েছে অনেক :
সিগারেট, খাবারের থালা, মাসের শেষে মাইনে গোনা...
অথচ ; তেমনটা আর কখনোই হল না মনে
ঠিক যেমনটা মনে হয়— তোমাকে ভালোবাসি বললে।
কাব্যগ্রন্থ্য : “কবির সেরাবাছাই”
পেজ নাম্বার-২৮৩
সুব্রত সামন্ত
খানাকুল, ভারত/ মানামা, বাহ্-রাইন
১৬।০৯।২০১৪
ফুল-ফল, পাখি, চাঁদ, সমুদ্র, আকাশ, স্বপ্ন...
কিন্তু ; তেমন করে কিছুতেই আর লাগে না ভালো
তোমার দেখে— ঠিক যতটা ভালো লাগে।
এ মুখে বলেছি অনেক :
সত্যি-মিথ্যে, ভয়-ভক্তি, সুখ-দুঃখ, প্রার্থনা-আর্তি উচ্চারণে...
কিন্তু ; কিছুতেই আর হয় না অন্যরকম মনে
যতটা হয়— তোমাকে ভালোবাসি বললে।
এ হাত ছুঁয়েছে অনেক :
সিগারেট, খাবারের থালা, মাসের শেষে মাইনে গোনা...
অথচ ; তেমনটা আর কখনোই হল না মনে
ঠিক যেমনটা মনে হয়— তোমাকে ভালোবাসি বললে।
কাব্যগ্রন্থ্য : “কবির সেরাবাছাই”
পেজ নাম্বার-২৮৩
সুব্রত সামন্ত
খানাকুল, ভারত/ মানামা, বাহ্-রাইন
১৬।০৯।২০১৪
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
একনিষ্ঠ অনুগত ১৭/০৯/২০১৪বেশ ভালো।
-
মোহাম্মদ হাবিব বেন আব্দুস ছোবান ১৭/০৯/২০১৪ভালো কবি
-
পিয়ালী দত্ত ১৬/০৯/২০১৪খুব সুন্দর
-
মনিরুজ্জামান শুভ্র ১৬/০৯/২০১৪অনেক ভাল লাগলো কবি ... ।
-
স্বপন রোজারিও(১) ১৬/০৯/২০১৪সুন্দর হয়েছে। ভালবাসা মানুষকে এক অন্যরকত অনুভুতি জাগায়, যা অন্য কোন ভাবে পাওয়া যায় না। ভালবাসা চির মহান। এর সাথে কোন কিছুর তুলনা মেলে না।