www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কিংবদন্তী

এ চোখে দেখেছি অনেক :
ফুল-ফল, পাখি, চাঁদ, সমুদ্র, আকাশ, স্বপ্ন...
কিন্তু ; তেমন করে কিছুতেই আর লাগে না ভালো
তোমার দেখে— ঠিক যতটা ভালো লাগে।

এ মুখে বলেছি অনেক :
সত্যি-মিথ্যে, ভয়-ভক্তি, সুখ-দুঃখ, প্রার্থনা-আর্তি উচ্চারণে...
কিন্তু ; কিছুতেই আর হয় না অন্যরকম মনে
যতটা হয়— তোমাকে ভালোবাসি বললে।

এ হাত ছুঁয়েছে অনেক :
সিগারেট, খাবারের থালা, মাসের শেষে মাইনে গোনা...
অথচ ; তেমনটা আর কখনোই হল না মনে
ঠিক যেমনটা মনে হয়— তোমাকে ভালোবাসি বললে।

কাব্যগ্রন্থ্য : “কবির সেরাবাছাই”
পেজ নাম্বার-২৮৩

সুব্রত সামন্ত
খানাকুল, ভারত/ মানামা, বাহ্-রাইন
১৬।০৯।২০১৪
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৩০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৬/০৯/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast