www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

অগ্নিবলয়

বিনিময়ে এবং প্রাবল্যে
প্রাণপ্রণে ও মনেপ্রাণে ;
প্রাগৈতিহাসিক সাবেককাল—
আমাদের বাপ-ঠাকুরদাসহ সমস্ত পূর্বপুরুষেরাই এমনই দেদার মনে করতেন
‘তোমাকে ঠিকই পাবো।’

এরপর ;
আমরাও যথারীতি মনে করতে থাকি
‘তোমাকে ঠিকই পাবো।’

তারপরই ;
আমাদের ছেলেপুলেরাও অবিলম্বে সেই একইরকমভাবে মনে করতে থাকে
‘তোমাকে ঠিকই পাবো।’

আর ইদানিং ;
পূর্ব থেকে পশ্চিম—
উত্তর থেকে দক্ষিণ—
দিগ্বিদিক
আমাদের কচিকাচা পুচকে নাতিপুতি আর আরো অন্যান্য উত্তরসূরিরা
সেই তেমনই অত্যন্তরকমে এবং অনায়াসে
আবারও মনে করতে শুরু করে দিয়েছে :
‘তোমাকে ঠিকই পাবো।’
এবং
‘পাবেই’
আর
‘বরাবরের জন্যে পেতে থাকবে তো থাকবেই’।



সুব্রত সামন্ত
নন্দনপুর, খানাকুল, হুগলি
০১।০৬।২০১৪।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭০৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০১/০৬/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast