অগ্নিবলয়
বিনিময়ে এবং প্রাবল্যে
প্রাণপ্রণে ও মনেপ্রাণে ;
প্রাগৈতিহাসিক সাবেককাল—
আমাদের বাপ-ঠাকুরদাসহ সমস্ত পূর্বপুরুষেরাই এমনই দেদার মনে করতেন
‘তোমাকে ঠিকই পাবো।’
এরপর ;
আমরাও যথারীতি মনে করতে থাকি
‘তোমাকে ঠিকই পাবো।’
তারপরই ;
আমাদের ছেলেপুলেরাও অবিলম্বে সেই একইরকমভাবে মনে করতে থাকে
‘তোমাকে ঠিকই পাবো।’
আর ইদানিং ;
পূর্ব থেকে পশ্চিম—
উত্তর থেকে দক্ষিণ—
দিগ্বিদিক
আমাদের কচিকাচা পুচকে নাতিপুতি আর আরো অন্যান্য উত্তরসূরিরা
সেই তেমনই অত্যন্তরকমে এবং অনায়াসে
আবারও মনে করতে শুরু করে দিয়েছে :
‘তোমাকে ঠিকই পাবো।’
এবং
‘পাবেই’
আর
‘বরাবরের জন্যে পেতে থাকবে তো থাকবেই’।
সুব্রত সামন্ত
নন্দনপুর, খানাকুল, হুগলি
০১।০৬।২০১৪।
প্রাণপ্রণে ও মনেপ্রাণে ;
প্রাগৈতিহাসিক সাবেককাল—
আমাদের বাপ-ঠাকুরদাসহ সমস্ত পূর্বপুরুষেরাই এমনই দেদার মনে করতেন
‘তোমাকে ঠিকই পাবো।’
এরপর ;
আমরাও যথারীতি মনে করতে থাকি
‘তোমাকে ঠিকই পাবো।’
তারপরই ;
আমাদের ছেলেপুলেরাও অবিলম্বে সেই একইরকমভাবে মনে করতে থাকে
‘তোমাকে ঠিকই পাবো।’
আর ইদানিং ;
পূর্ব থেকে পশ্চিম—
উত্তর থেকে দক্ষিণ—
দিগ্বিদিক
আমাদের কচিকাচা পুচকে নাতিপুতি আর আরো অন্যান্য উত্তরসূরিরা
সেই তেমনই অত্যন্তরকমে এবং অনায়াসে
আবারও মনে করতে শুরু করে দিয়েছে :
‘তোমাকে ঠিকই পাবো।’
এবং
‘পাবেই’
আর
‘বরাবরের জন্যে পেতে থাকবে তো থাকবেই’।
সুব্রত সামন্ত
নন্দনপুর, খানাকুল, হুগলি
০১।০৬।২০১৪।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কবি মোঃ ইকবাল ০১/০৬/২০১৪বাহ্! চমৎকার উপস্থাপনা। খুব ভালো লাগলো।