www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ভালোবেসে

যত দুঃখ দেবে দাও, সব সহ্য করব
ভালোবেসে নিতে পারি তোমারও কষ্ট।
শুধু আমাকে তলব কর।
একখানা না হোক নাহয় আধখানাবারই ডাকো
যেখানেই থাকি, ঠিকই পৌঁছে যাবো।
বুকের মধ্যে সন্ধ্যা ঘনালে
চেতনায় মধ্যে খুব বৃষ্টি নামলে
চেনা পথে পা হারাবার ইচ্ছা হলে আমাকে তলব কর ;
যেভাবেই থাকি, দ্রুত ছুটে এসে কবুল করব।
কেন তোমার ঘুমের হরণ।
কেন তোমার এই অহেতুক রক্তক্ষরণ
কাছে গিয়ে আমি আবার সবকিছু জানতে চাইব।
পারানি না চেয়ে তোমাকে পার করে দেবো।

এত ভালোবাসবার পরেও
তোমাকে ছেড়ে অনায়াসেই দূরে থাকতে হয়।
এর চেয়ে বড় কিছু কষ্ট হয় ?
এর চেয়ে বড় আছে নাকি কিছু ভয় ?
কারো কাছে আছে কি এর উত্তর ?
এরপরেও তুমি আলো করে বসে থাকো অপরের ঘর।
আমি আজও তোমার মতো তোমাকে ভুলে
হতে পারি নি নির্দয়।


খানাকুল, হুগলি, ভারত
২৭।০৫।২০১৪
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৩১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৭/০৫/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • রুমা চৌধুরী ২৭/০৫/২০১৪
    খুব সুন্দর লাগল। ভালবাসা বা প্রেমের বিষয়ে যেন একতা সত্য সময় কাজ করে... যারে পাই তারে চাই না, যারে চাই তারে পাই না।
    কবিতা টা খুব ভাল লেগেছে। অনেক শুভেচ্ছা রইল।
  • কবি মোঃ ইকবাল ২৭/০৫/২০১৪
    অসাধারণ একটি ভালোবাসা ও বিরহের কবিতা পড়লাম।
    নিয়মিত লিখা চাই কবি।
    • ধন্যবাদ।
  • অমর কাব্য ২৭/০৫/২০১৪
    অনেক সুন্দর,
 
Quantcast