এক পৃথিবীর দুই ভিক্ষারী
— বাড়িতে কে আছো ? বাইরে বেড়িয়ে আসো। বসন্ত উৎসবে ভিক্ষা দাও।
— এখন কিছু হবে না , তুমি যাও।
— হবে না ! তবে ওরা যে আমাকে বলল , স্বর্গের পথ নাকি এই দিকে।
— ওরা তোমাকে ভুল বলেছে।
— ভুল বলেছে ?
— হ্যাঁ , ভুল বলেছে।
— কিন্তু আমি যে সমস্ত নারীর মধ্যে খুঁজে বেড়াই একজনকেই , শুধু তোমাকেই।
সেটাও কি তবে মিথ্যে ?
— জানি না যাও।
— বুকের মধ্যে নরম কিছু গোপন কর আর মুখেতে রুক্ষ বাক্য বলে দাও। এ তোমার কি রকম খেলা বুঝি না।
শুধু চোখে চোখ রেখে প্রীতি উপহার দাও। এরূপ কেন ছলনা ? এভাবে আমাকে নিষিদ্ধ করতে পারবেনা।
— দোহাই তোমার , তুমি এখন যাও। আমাকে একটু একা থাকতে দাও। আর আমাকে আমার কাজ করতে দাও।
— একবার বুকের মধ্যে হাত দিয়ে মেপে দ্যাখো , সেইখানে আছে কত শূন্যতা ? এরপরেও আরো শূন্যতা চাও ?
— হ্যাঁ , কেননা স্বল্প শূন্যতা যাকে বিহ্বল করে সে কখনোই ভেসে থাকতে পারে না। কিন্তু আমি ভেসে থাকতে চাই।
— আর বিষাদ ?
— তাকে গোধূলির কাছে নির্বাসন দাও।
— তুমি সত্যি বলছ ! তাহলেই গোধূলি শেষে আবার নীড়ে ফিরে আসবে ?
— ঐ যে বললাম , নির্বাসন দাও। আর শোনো তুমি এখন যাও। বাই।
khanakul, Hooghly.
24.04.2014
— এখন কিছু হবে না , তুমি যাও।
— হবে না ! তবে ওরা যে আমাকে বলল , স্বর্গের পথ নাকি এই দিকে।
— ওরা তোমাকে ভুল বলেছে।
— ভুল বলেছে ?
— হ্যাঁ , ভুল বলেছে।
— কিন্তু আমি যে সমস্ত নারীর মধ্যে খুঁজে বেড়াই একজনকেই , শুধু তোমাকেই।
সেটাও কি তবে মিথ্যে ?
— জানি না যাও।
— বুকের মধ্যে নরম কিছু গোপন কর আর মুখেতে রুক্ষ বাক্য বলে দাও। এ তোমার কি রকম খেলা বুঝি না।
শুধু চোখে চোখ রেখে প্রীতি উপহার দাও। এরূপ কেন ছলনা ? এভাবে আমাকে নিষিদ্ধ করতে পারবেনা।
— দোহাই তোমার , তুমি এখন যাও। আমাকে একটু একা থাকতে দাও। আর আমাকে আমার কাজ করতে দাও।
— একবার বুকের মধ্যে হাত দিয়ে মেপে দ্যাখো , সেইখানে আছে কত শূন্যতা ? এরপরেও আরো শূন্যতা চাও ?
— হ্যাঁ , কেননা স্বল্প শূন্যতা যাকে বিহ্বল করে সে কখনোই ভেসে থাকতে পারে না। কিন্তু আমি ভেসে থাকতে চাই।
— আর বিষাদ ?
— তাকে গোধূলির কাছে নির্বাসন দাও।
— তুমি সত্যি বলছ ! তাহলেই গোধূলি শেষে আবার নীড়ে ফিরে আসবে ?
— ঐ যে বললাম , নির্বাসন দাও। আর শোনো তুমি এখন যাও। বাই।
khanakul, Hooghly.
24.04.2014
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রুমা চৌধুরী ২৮/০৫/২০১৪অসাধারণ, খুব খুব সুন্দর। খুব ভাল লাগল। শুভেচ্ছা রইল।
-
জোছনা ভেজা মন ৩০/০৪/২০১৪সুন্দর
-
সজল ২৮/০৪/২০১৪good
-
জোছনা ভেজা মন ২৬/০৪/২০১৪বাহ্ ।