সংস্কৃতের দিদিমণি - শেষপর্ব
তারপর দিনে তিন-চারটে টিউশনির সাথে নিজের পড়াশোনা
বুকে পাথর চাপা দিয়ে শেষ হল বিশ্ববিদ্যালয়খানা।
তারপরই স্কুলে চাকরি নিমেষে জীবন হল দামী
তার চেয়েও বড় কথা আমি তোমার ছেলের সংস্কৃতের দিদিমণি।
তুমি তো বেশ ভালোই আছো
ফরসা বউ, বড়লোক শ্বশুর, চাঁদের মতো ছেলে
বলতে পারো আমি কেন এত দুঃখী
একজীবনে এতবার মরে ?
তোমাদের দাম্প্রত্যজীবনের জন্য শুভকামনা
আর ছেলের জন্য উজ্জ্বল ভবিষ্যতের সিঁড়ি
এর বেশি আমি ছোটোলোকের কালো মেয়ে
তোমার জন্য বল কি আর করতে পারি ?
সুব্রত সামন্ত
পশ্চিমবাংলা, ভারত ।
বুকে পাথর চাপা দিয়ে শেষ হল বিশ্ববিদ্যালয়খানা।
তারপরই স্কুলে চাকরি নিমেষে জীবন হল দামী
তার চেয়েও বড় কথা আমি তোমার ছেলের সংস্কৃতের দিদিমণি।
তুমি তো বেশ ভালোই আছো
ফরসা বউ, বড়লোক শ্বশুর, চাঁদের মতো ছেলে
বলতে পারো আমি কেন এত দুঃখী
একজীবনে এতবার মরে ?
তোমাদের দাম্প্রত্যজীবনের জন্য শুভকামনা
আর ছেলের জন্য উজ্জ্বল ভবিষ্যতের সিঁড়ি
এর বেশি আমি ছোটোলোকের কালো মেয়ে
তোমার জন্য বল কি আর করতে পারি ?
সুব্রত সামন্ত
পশ্চিমবাংলা, ভারত ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।