www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সংস্কৃতের দিদিমণি - প্রথম পর্ব

ষোলো সতের আর আঠারোটাকে কোনোভাবে শেষ করে
এ ছোটো জীবনখানা ছেয়ে গেল আরো নতুন অনেক খবরে।
ভীরুহাতে পড়েছিলাম তোমার প্রেমের প্রথম উড়ো চিঠি
সেটাই তোমার প্রেমের হরিণী হওয়ার আমার প্রথম অনুভূতি।
অল্পদামেই কিনে নিলে কালো মেয়ের ছিল যতকিছু সবই
তোমার ঐ চোখেই খুঁজে নিলাম আমার চরম বরবাদি।
সেই সুখের প্রেমে ভরা আমার সকল সকাল এবং বিকাল
তখনো বুঝি নি তোমার এই দূর ভালোবাসাই হবে আমার কাল।
এ খবর মায়ের কাছে যেতেই মার খেয়েছি অঢেল এবং প্রচুর
তুমি তখন বাপমরা মেয়ের একমাত্র আশ্রয় এবং আরো অনেক কিছু।
পাড়া-প্রতিবেশিরা বুঝে নিল এ মেয়ে আর ফেরার মেয়ে না
অথচ সবার সামনে বললে তুমি নাকি আমায় চেনো না।
হেঁসে বলল সবাই বেশ হয়েছে মাগীর শখ বলিহারি
সেই রাতেই ঘরে খিল দিয়ে মা গলায় দিল দড়ি।




চলবে...
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৮৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৫/০৪/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

 
Quantcast