ভ-ব-দী-য়
যেখানেই থাকি—
তোমার শরীরে মিশে থাকে :
আমার চোখ ;
আমার হাত।
যেখানেই থাকি—
অজান্তেই আমার ঠোঁটে, আপনা হতেই উঠে আসে :
তোমার নাম ;
তোমার ছবি।
যেখানেই থাকি—
আমার সমগ্র পাওয়াকে জড়িয়ে থাকে ঠিকই :
তোমার চাওয়া ;
তোমার বিলুণ্ঠি।
*** কাব্যগ্রন্থঃ ‘মৃত মূর্ত মোক্ষ এবং মরীচিকা’
পেজ নাম্বার-২৩/২৪
তোমার শরীরে মিশে থাকে :
আমার চোখ ;
আমার হাত।
যেখানেই থাকি—
অজান্তেই আমার ঠোঁটে, আপনা হতেই উঠে আসে :
তোমার নাম ;
তোমার ছবি।
যেখানেই থাকি—
আমার সমগ্র পাওয়াকে জড়িয়ে থাকে ঠিকই :
তোমার চাওয়া ;
তোমার বিলুণ্ঠি।
*** কাব্যগ্রন্থঃ ‘মৃত মূর্ত মোক্ষ এবং মরীচিকা’
পেজ নাম্বার-২৩/২৪
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।