www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

অভাব

এবারের মরশুমে প্রচুর গরম ফলেছে।
বাইরে বেড়োলেই
দুপুরগুলো ছুরির ফলার মতো গায়ে বিঁধতে থাকে।
অথচ জীবনকে ছিটকেনির বাইরে নিয়ে আসতেই হবে।
বৈশাখের এমনই ধোঁয়া-ধোঁয়া দুপুরে দেখা গেল
বাসস্টপে কলেজ ফিরৎ একটি মেয়েকে।

কয়েকটা যুবক তার সামনেই ছিল।
হঠাত তাদেরকে কে যেন সমুদ্র উপকূলে নিয়ে গেল।
এরপর থেকেই তারা নিজেদেরকে অসম্ভব আগলাতে থাকে।
তারপরই শুরু হয় দিবাস্বপ্ন।
অভিজ্ঞরা যাকে মতিভ্রম বলেন।
মেয়েটির চিবুকে দুঃসময়ের ঘাম।
মোচার খোলার মতো রমণী ঘ্রাণ বেড়িয়ে আসে শরীর থেকে।
যুবক ছেলেকটি এখনই বুঝি ভয়ংকর জুয়ারির মতো
মনে মনে নীল-সাদা জলে আত্মঘাতী হবে।
কিন্তু কার সঙ্গে ?
সেসব ভেবে ওঠবার আগেই
বাসস্টপে বাস এসে পড়ে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৩৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৯/১২/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • এফ সাকি ৩০/১২/২০১৩
    যুবক ছেলেকটি!!!,.......... আহ বাস যদি না আসতো স্বপ্ন কি বাস্তবে মোড় নি?ত
 
Quantcast