পঠন-পাঠন (কাব্যগ্রন্থঃ তুমিই কিগো সেই মেয়েটা )
কোনোই সন্দেহ নেই ;
মানুষই হল একমাত্র সেই জীব
যাকে নিয়ে সবার গর্ব করা সাজে।
অবশ্য তার আগে দেখা দরকার :
তার যদি সে-সমস্ত বৈশিষ্ট্য থাকে তো , তবেই।
ভালোবাসা এমনই এক অনিবার্য লেন-দেন ;
যা একবার নিলে—
সুদে-আসলে তাকে বারবার পরিশোধ করতে হয় :
শুধু ভালোবাসা দিয়েই।
আর বিশ্বাস এমনই এক বাটখারা ;
তার বিপরীতে তুমি যাকেই দাঁড় করাও না কেন :
প্রকৃতিগতভাবে তাকে শুধু নিরেট সোলা বলেই মনে হবে।
তবে , সম্পর্ক আজো কিন্তু সেই
আশ্চর্য পরশপাথর এবং মধুশালা।
শুধু তার—
সঠিক ব্যবহার তোমাকে জানতে হবে , এই যা।
সংসার ধর্ম তো সেটাই :
সমস্যা যাই হোক না কেন—
তা থেকে রেহাই মিলে , ‘সাক্ষী ছাড়াই’।
মানুষই হল একমাত্র সেই জীব
যাকে নিয়ে সবার গর্ব করা সাজে।
অবশ্য তার আগে দেখা দরকার :
তার যদি সে-সমস্ত বৈশিষ্ট্য থাকে তো , তবেই।
ভালোবাসা এমনই এক অনিবার্য লেন-দেন ;
যা একবার নিলে—
সুদে-আসলে তাকে বারবার পরিশোধ করতে হয় :
শুধু ভালোবাসা দিয়েই।
আর বিশ্বাস এমনই এক বাটখারা ;
তার বিপরীতে তুমি যাকেই দাঁড় করাও না কেন :
প্রকৃতিগতভাবে তাকে শুধু নিরেট সোলা বলেই মনে হবে।
তবে , সম্পর্ক আজো কিন্তু সেই
আশ্চর্য পরশপাথর এবং মধুশালা।
শুধু তার—
সঠিক ব্যবহার তোমাকে জানতে হবে , এই যা।
সংসার ধর্ম তো সেটাই :
সমস্যা যাই হোক না কেন—
তা থেকে রেহাই মিলে , ‘সাক্ষী ছাড়াই’।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুব্রত সামন্ত (বুবাই) ১৫/১২/২০১৩ধন্যবাদ ।
-
אולי כולנו טועים ১৪/১২/২০১৩বেশ লিখেছেন l