এক গোয়ালের গরু
নিজের মুখে মুখোশ লাগিয়ে
ঘোরা-ফেরা করতে করতে
এখন নিজেকেই আর সনাক্ত করতে পারছি না।
দেশের কথা ভুলতে ভুলতে
গায়ের মধ্যে বেমালুম খাপ খাইয়ে নিয়েছি
বদনামের চাদরটা।
প্রেয়সী কলিং বেলে কান দেবো না...
আজীবন ঋণের কাছে নতজানু হব না...
এই করতে করতে কোথা থেকে কোথায় পৌঁছে যাচ্ছি
যায় কোনো মানেই হয় না।
ভাবতেই পারছি না
নিজের কাছে নিজেকে হতে হবে আজ হালাল।
ঘোরা-ফেরা করতে করতে
এখন নিজেকেই আর সনাক্ত করতে পারছি না।
দেশের কথা ভুলতে ভুলতে
গায়ের মধ্যে বেমালুম খাপ খাইয়ে নিয়েছি
বদনামের চাদরটা।
প্রেয়সী কলিং বেলে কান দেবো না...
আজীবন ঋণের কাছে নতজানু হব না...
এই করতে করতে কোথা থেকে কোথায় পৌঁছে যাচ্ছি
যায় কোনো মানেই হয় না।
ভাবতেই পারছি না
নিজের কাছে নিজেকে হতে হবে আজ হালাল।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।