সত্য সেলুকাস
সত্য সেলুকাস, কি বিচিত্র এই দেশ !
তুমি শালা দেশের জন্য প্রাণ দিয়ে মর
তোমার বউ-বাচ্চা না খেতে পেয়ে মরে যাবে।
নয়ত তারাই কারো না কারো-র খাদ্য হয়ে যাবে।
আর ওদিকে দ্যাখো সোনা, রূপা তো বহু দূরের কথা...
কোনোভাবে একটা বঞ্চ নিয়ে আসতে পারলেই
পদ্মভূষণ, ভারতরত্ন আরো কত কি !
আমাকে তুমি একটা দেশ দেখালে বটে সেলুকাস।
যেখানে পাত্রের জন্য পাত্রীর খোঁজ-খবর হয় বিজ্ঞাপন দিয়ে।
যেখানে পাত্রীর জন্য পাত্রের ব্যঙ্ক-ব্যালেন্সকেই বড় করে দেখা হয়।
এ সত্যি-সত্যিই বড় গোলমেলে দেশ বটে সেলুকাস।
তবে একটা অদ্ভুদ বিষয় তুমি কি দেখেছো সেলুকাস।
এই দেশে কত সহজেই মন্ত্রী আর ভিখারী জন্মায়।
যাই বল
এই ব্যপারে এই দেশের আবহাওয়া বেশ কিন্তু অনুকূল।
সেলুকাস আমাদের কথা বুঝি
কেউ আড়ি পেতে শুনছে বলে আমার মনে হচ্ছে।
চলো তবে পালিয়ে যাই।
সবকিছু নিশ্চয় বুঝতেই তো পারছ
এটা আর সেই বঙ্গদেশ নেই ;
এটা এখন স্বাধীন ভারতবর্ষ।
আর তোমার আমার তাতেই মঙ্গল।
তুমি শালা দেশের জন্য প্রাণ দিয়ে মর
তোমার বউ-বাচ্চা না খেতে পেয়ে মরে যাবে।
নয়ত তারাই কারো না কারো-র খাদ্য হয়ে যাবে।
আর ওদিকে দ্যাখো সোনা, রূপা তো বহু দূরের কথা...
কোনোভাবে একটা বঞ্চ নিয়ে আসতে পারলেই
পদ্মভূষণ, ভারতরত্ন আরো কত কি !
আমাকে তুমি একটা দেশ দেখালে বটে সেলুকাস।
যেখানে পাত্রের জন্য পাত্রীর খোঁজ-খবর হয় বিজ্ঞাপন দিয়ে।
যেখানে পাত্রীর জন্য পাত্রের ব্যঙ্ক-ব্যালেন্সকেই বড় করে দেখা হয়।
এ সত্যি-সত্যিই বড় গোলমেলে দেশ বটে সেলুকাস।
তবে একটা অদ্ভুদ বিষয় তুমি কি দেখেছো সেলুকাস।
এই দেশে কত সহজেই মন্ত্রী আর ভিখারী জন্মায়।
যাই বল
এই ব্যপারে এই দেশের আবহাওয়া বেশ কিন্তু অনুকূল।
সেলুকাস আমাদের কথা বুঝি
কেউ আড়ি পেতে শুনছে বলে আমার মনে হচ্ছে।
চলো তবে পালিয়ে যাই।
সবকিছু নিশ্চয় বুঝতেই তো পারছ
এটা আর সেই বঙ্গদেশ নেই ;
এটা এখন স্বাধীন ভারতবর্ষ।
আর তোমার আমার তাতেই মঙ্গল।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Înšigniã Āvî ১৯/১১/২০১৩অসাধারণ