নবজাতক
বিরূপ স্রোত উজিয়ে কখনো
এভাবে হৃদয় ফেরে নি জীবনে।
জীবনেরও যে এত রং হয়
কোনোদিন লিপিবদ্ধ হয় নি
এর আগে।
দুঃখের জড়িমাই তাকে গ্রাস করে রেখেছিল
নির্বিচারে।
হাহাকার আর ঝলসিত ষড়যন্ত্রের কাছে
রক্ষা পায় নি যে সলা-পরামর্শ...
আজ তা কাফিন থেকে প্রাণ নিয়ে
জেগে ওঠে।
দেশ থেকে মা আমাকে এক্ষুনি ফোন করেছিলেন ;
আমার নাকি একটা মেয়ে হয়েছে।
এভাবে হৃদয় ফেরে নি জীবনে।
জীবনেরও যে এত রং হয়
কোনোদিন লিপিবদ্ধ হয় নি
এর আগে।
দুঃখের জড়িমাই তাকে গ্রাস করে রেখেছিল
নির্বিচারে।
হাহাকার আর ঝলসিত ষড়যন্ত্রের কাছে
রক্ষা পায় নি যে সলা-পরামর্শ...
আজ তা কাফিন থেকে প্রাণ নিয়ে
জেগে ওঠে।
দেশ থেকে মা আমাকে এক্ষুনি ফোন করেছিলেন ;
আমার নাকি একটা মেয়ে হয়েছে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুমাইয়া বরকতউল্লাহ্ ১০/১১/২০১৩
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ১০/১১/২০১৩অভিনন্দন! খুশি হলাম জেনে।
ধন্যবাদ নিন।