এই মেয়েটা
এই মেয়ে তুমি কি আমার কবিতা হবে ?
কবিতাতে রূপা নামের সেই মেয়েটা হবে।
এলোমেলো দুঃখের ঘরে সুখের তুমি ছোঁয়া হবে।
আমার পুরো আকাশজুড়ে নীল রঙের ওড়না হবে।
কারো কাছে কোনোদিন না বলা
অসহ্য এক অভিমান হবে।
অনেকদিন পর বহুদূর থেকে লেখা অসমাপ্ত এক চিঠি হবে।
আমার তুমি একলা বুকে, প্রতিটাক্ষনে
বুক টনটন নির্মম এক যন্ত্রনা হবে।
আমার কষ্টের মাথায় অনুভূতিময় হাত রেখে
অনবরত সেবা হবে।
আমার শুকনো ঠোঁটে সবচেয়ে প্রিয় সেই নামটি হবে।
তুমি কি আমার জন্য খুব সাধারণ এক মেয়ে হবে।
তুমি কি আমার কাছে পেয়ে হারিয়ে ফেলার ভয় হবে।
ঘুটঘুটে অন্ধকার রাতে আপাতত ঝিঁ ঝিঁ পোকার ডাক হবে।
অজস্র বিবর্তনের মাঝেও নিজেকে না পাল্টানোর এক
বিড়ম্বনা হবে।
কথা দিয়ে কথা রাখার প্রতিশ্রুতি হবে।
কবিতাতে রূপা নামের সেই মেয়েটা হবে।
এলোমেলো দুঃখের ঘরে সুখের তুমি ছোঁয়া হবে।
আমার পুরো আকাশজুড়ে নীল রঙের ওড়না হবে।
কারো কাছে কোনোদিন না বলা
অসহ্য এক অভিমান হবে।
অনেকদিন পর বহুদূর থেকে লেখা অসমাপ্ত এক চিঠি হবে।
আমার তুমি একলা বুকে, প্রতিটাক্ষনে
বুক টনটন নির্মম এক যন্ত্রনা হবে।
আমার কষ্টের মাথায় অনুভূতিময় হাত রেখে
অনবরত সেবা হবে।
আমার শুকনো ঠোঁটে সবচেয়ে প্রিয় সেই নামটি হবে।
তুমি কি আমার জন্য খুব সাধারণ এক মেয়ে হবে।
তুমি কি আমার কাছে পেয়ে হারিয়ে ফেলার ভয় হবে।
ঘুটঘুটে অন্ধকার রাতে আপাতত ঝিঁ ঝিঁ পোকার ডাক হবে।
অজস্র বিবর্তনের মাঝেও নিজেকে না পাল্টানোর এক
বিড়ম্বনা হবে।
কথা দিয়ে কথা রাখার প্রতিশ্রুতি হবে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ০৯/১১/২০১৩চমৎকার ভাবনা র সুনিপুণ উপস্থাপন। খুবই করুন আকুতি। ভালো লাগলো।
-
মীর শওকত ০৯/১১/২০১৩আশাবাদী স্বপ্ন আকুল কবিতা।সুন্দর! খুব ভাল লেগেছে ।