দুঃখের কবিতা
সকাল বেলায়
বাবার সাথে মুখে মুখে কথা;
শত অন্যায় করেও
অনেকদিন মায়ের হাতে
কান মোলা না খাওয়া;
নিজের সন্তানের উপর
খাটাতে পারি না যখন
স্নেহের চোরা-চালান।
আমার স্ত্রী যখন বেলফুলের মালার বদলে
চেয়ে বসে মালার দাম।
তখন আমার বাসায় এসে কেউ যদি
আমার খোঁজ করেন;
তখন তার জবাব হবে শুধু এটাই
সুব্রত বাড়িতে নেই।
বাবার সাথে মুখে মুখে কথা;
শত অন্যায় করেও
অনেকদিন মায়ের হাতে
কান মোলা না খাওয়া;
নিজের সন্তানের উপর
খাটাতে পারি না যখন
স্নেহের চোরা-চালান।
আমার স্ত্রী যখন বেলফুলের মালার বদলে
চেয়ে বসে মালার দাম।
তখন আমার বাসায় এসে কেউ যদি
আমার খোঁজ করেন;
তখন তার জবাব হবে শুধু এটাই
সুব্রত বাড়িতে নেই।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মীর শওকত ০৬/১১/২০১৩চমৎকার লিখেছেন।খুবই ভালো লাগলো।
-
সৌমিতা ০৬/১১/২০১৩খুব সুন্দর ।। সবচেয়ে ভাল লাগল ঐ কানমোলার কথা টা ।।
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ০৬/১১/২০১৩ওয়াও! কি ভাবনা আপনার?