হে আমার প্রিয়–প্রিয়তম বাংলা
এখুনি গিয়ে
দাদাকে-দিদিকে বলে দিন যে ;
আমাদের কোনো দরকার নেই ‘রাজনীতি-টাজনীতির’।
উঠে পড়ে, গায়ে পড়ে, সমাজসেবা করবার জন্য
এতটাই জঘন্য
বেদরদি-বেহিসাবী ‘রক্তভোজী-নির্মাণকান্ডের’।
হে আমার প্রিয়–প্রিয়তম বাংলা
তুমি ঠোঁটে লিপিস্টিক না মাখলেও
‘আমি তোমাকে ভালোবাসব’।
দাদাকে-দিদিকে বলে দিন যে ;
আমাদের কোনো দরকার নেই ‘রাজনীতি-টাজনীতির’।
উঠে পড়ে, গায়ে পড়ে, সমাজসেবা করবার জন্য
এতটাই জঘন্য
বেদরদি-বেহিসাবী ‘রক্তভোজী-নির্মাণকান্ডের’।
হে আমার প্রিয়–প্রিয়তম বাংলা
তুমি ঠোঁটে লিপিস্টিক না মাখলেও
‘আমি তোমাকে ভালোবাসব’।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
দীপঙ্কর বেরা ০৬/১১/২০১৩Khub sundar . Bhalo laglo
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ০৫/১১/২০১৩ভালো লাগলো।