মা
প্রার্থনা না করেও
যার দোয়া সবসময় সাথে থাকে ;
আমার সমস্ত ভুলকে
যে তার মায়া-মমতা-আদরে
মাপ করে দেয় ;
মুখ দেখেই যে বুঝে নেয়
আমার দুঃখ, আমার অসহায়তা ;
সবাই আমাকে ভুলে গেলেও
যে আমাকে একটা মুহূর্তের জন্যও ভোলে না ;
আমার চলার পথের সমস্ত কাঁটাকে
যে তার নিজের পায়ে দলে
আমাকে আমার লক্ষ্য পথকে আরো কাছে করে দেয়...
সে তো আমার মা।
মা, তোমার কাছে আমার অনেক চাওয়া।
তবু আরেকটি চাওয়া আছে
আমি বারবার তোমার ছেলে হয়ে জন্ম নিয়ে
আরো ঋণ করে যেতে চাই।
( আজকে হয়ত কোনো মাতৃদিবস নয় ; তবু রোজ আমার কাছে মাতৃদিবস হয়ে তুমি ফিরে আসো। I LOVE YOU মা।)
যার দোয়া সবসময় সাথে থাকে ;
আমার সমস্ত ভুলকে
যে তার মায়া-মমতা-আদরে
মাপ করে দেয় ;
মুখ দেখেই যে বুঝে নেয়
আমার দুঃখ, আমার অসহায়তা ;
সবাই আমাকে ভুলে গেলেও
যে আমাকে একটা মুহূর্তের জন্যও ভোলে না ;
আমার চলার পথের সমস্ত কাঁটাকে
যে তার নিজের পায়ে দলে
আমাকে আমার লক্ষ্য পথকে আরো কাছে করে দেয়...
সে তো আমার মা।
মা, তোমার কাছে আমার অনেক চাওয়া।
তবু আরেকটি চাওয়া আছে
আমি বারবার তোমার ছেলে হয়ে জন্ম নিয়ে
আরো ঋণ করে যেতে চাই।
( আজকে হয়ত কোনো মাতৃদিবস নয় ; তবু রোজ আমার কাছে মাতৃদিবস হয়ে তুমি ফিরে আসো। I LOVE YOU মা।)
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মীর শওকত ০২/১১/২০১৩মাকে নিয়ে অসাধারণ এক কাব্য । সত্যিই চমত্কার ।অতুলনীয় ১
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ০২/১১/২০১৩খুবই ভালো লাগলো মায়ের কবিতা।আসলেই মা নিয়ে হাজার লিখলেও তা কখনোই পূর্ণ হবার নয়।শুভেচ্ছা এবং শুভকামনা আপনার জন্য সবসময়।
-
Înšigniã Āvî ০২/১১/২০১৩মন ছুঁয়ে গেল....