স্বপ্ন-সহবাস
স্বপ্ন-সহবাসে ভালোই কাটছিল
দিনগুলি।
কেন ডাকলে নাম ধরে ?
তোমার এই সাংঘাতিক ডাক
বুকের ভিতর প্রেত্মামার শূন্যতা গড়ে দেয়।
অসংখ্য মানুষের ভিড়ে আমাকে অসম্ভব একা করে দেয়।
অগ্রজের সমর্থনে মধুলোভী-ইচ্ছামৃত্যু
মাতাল করে তোলে।
জীবনকে তাৎপর্য এনে দিতে
তোমার ভূমিকা বিশেষ হয়ে সবখানে ছড়িয়ে পড়ে।
আমার হাত ছুঁয়েছিল তোমার শরীর
নাকি মন্দিরের কালভাট ?
তোমার স্তনে যে মূর্ছনা
তাকি সপ্তসুরের বাইরের পৃথিবী নয় !
আমাকে জাগিয়েছ যখন
তখন তবে আর নিরাশ কর না।
দিনগুলি।
কেন ডাকলে নাম ধরে ?
তোমার এই সাংঘাতিক ডাক
বুকের ভিতর প্রেত্মামার শূন্যতা গড়ে দেয়।
অসংখ্য মানুষের ভিড়ে আমাকে অসম্ভব একা করে দেয়।
অগ্রজের সমর্থনে মধুলোভী-ইচ্ছামৃত্যু
মাতাল করে তোলে।
জীবনকে তাৎপর্য এনে দিতে
তোমার ভূমিকা বিশেষ হয়ে সবখানে ছড়িয়ে পড়ে।
আমার হাত ছুঁয়েছিল তোমার শরীর
নাকি মন্দিরের কালভাট ?
তোমার স্তনে যে মূর্ছনা
তাকি সপ্তসুরের বাইরের পৃথিবী নয় !
আমাকে জাগিয়েছ যখন
তখন তবে আর নিরাশ কর না।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ৩১/১০/২০১৩ভালো হয়েছে।
-
দীপঙ্কর বেরা ৩১/১০/২০১৩Besh . Bhalo laglo